ঢাকা থেকে ২ টি রাস্তায় আপনারা পদ্ম শাপলা রিসোর্টে আসতে পারেন এর মধ্য সবছেয়ে সহজ রাস্তা হচ্ছে ঢাকা কুড়িল বিশ্ব রোড হতে পূর্বাচল ৩০০ ফিট হয়ে চলাচল কারী BRTC BUS এ করে কাঞ্চন ব্রিজে এসে নামবেন ভাড়া নিবে ২৫ টাকা। কাঞ্চন ব্রিজে সিএনজি / ব্যাটারি চালিত অটো পাবেন । অটো রিজার্ভ ভাড়া নিবে ২২০ টাকা আর ১ অটোতে ৬ জন বসা যায় ।
আরেকটি সহজ রাস্তা হচ্ছে ঢাকা উত্তরা আব্দুল্লাহপুর হতে লেগুনায়/অটোতে চড়ে উলুখোলায় নামবেন ভাড়া নিবে ৩০ টাকা । উলুখোলা থেকে ২০ টাকা ভাড়া দিয়ে চলে যাবেন জিন্দা পার্ক । এবং জিন্দা পার্ক থেকে পদ্ম শাপলা রিসোর্ট পর্যন্ত অটো রিজার্ভ ভাড়া নিবে ১০০ টাকা ।
সাধারণত জুলাই মাসের শেষের দিকে পদ্ম শাপলা ফুল পাওয়া যায় তার পরেও শিওর হয়ে যাওয়া ভালো । আপনারা পদ্ম শাপলা রিসোর্টের ম্যানেজার আল-আমিন ভাইয়ের সাথে কথা বলে পদ্ম শাপলা আছে কিনা সেই ব্যাপারে কনফার্ম হয়ে তার পর যাবেন ।
ম্যানেজার আল-আমিন ভাইয়ের নাম্বার - 01775586404
0 Comments