Random Posts

বোয়ালিয়া ঝর্ণা ভ্রমণ গাইড । Travel Story of Boalia Trail | Boaliya waterfall Travel Guide | Places to visit in sitakunda mirsharai,Chittagong

বোয়ালিয়া ঝর্ণা ভ্রমণ গাইড 

ঢাকা থেকে বাস এবং ট্রেন ২ ভাবেই বোয়ালিয়া ঝর্নায় যাওয়া যায় । বোয়ালিয়া ঝর্নায় যেতে চাইলে ঢাকা থেকে চট্টগ্রাম গামী যেকোনো বাসে উঠে নামতে হবে মিরসরাই বাস স্ট্যান্ড ভাড়া নিবে ৪৮০ টাকা । যারা আমাদের মত খরচ সেভ করতে চান তারা ঢাকা থেকে ফেনী গামী স্টার লাইন অথবা এনা বাসে উঠতে পারেন । ঢাকা উত্তরা থেকে ভাড়া নিবে ৩০০ টাকা এবং সায়েদাবাদ থেকে ভাড়া নিবে ২৭০ টাকা । আর ফেনী মহিপাল থেকে চট্টগ্রাম গামী যেকোনো বাসে চড়ে মিরসরাই বাস স্ট্যান্ড যাওয়া যায় । আর মহিপাল থেকে মিরসরাই বাস স্ট্যান্ড বাস ভাড়া ৪০-৫০ টাকা যদি আপনি চট্টগ্রাম শহর থেকে আসেন, চট্টগ্রাম শহর এর অলংকার মোড় থেকে চয়েস বাস মিরসরাই বাস স্ট্যান্ড যায়। ভাড়া নেয় জন প্রতি ৮০ টাকা করে । ট্রেনে যেতে হলে আপনাকে রাত ১০:৩০ এর চট্টগ্রাম গামী মেইল ট্রেন ধরতে হবে ভাড়া নিবে ১২০ টাকা । ট্রেন থেকে সীতাকুণ্ড নামতে হবে এবং লেগুলায় চড়ে মিরসরাই বাস স্ট্যান্ড যেতে হবে ভাড়া নিবে ৩০ টাকা , মেইল ট্রেনে সিট পাওয়া যায় না তাই আরামের কথা চিন্তা করলে রাতের তুরনা নিশিতা ট্রেনে করে ফেনী নামতে পারেন ভাড়া নিবে আনুমানিক ৩৫০ টাকা , ফেনী রেল ষ্টেশন থেকে মহিপাল রিক্সা ভাড়া ২৫ টাকা , আর মহিপাল থেকে মিরসরাই বাস স্ট্যান্ড বাস ভাড়া ৪০-৫০ টাকা । মিরসরাই বাস স্ট্যান্ড হতে মিরসরাই বিশ্ব বিদ্যালয় কলেজের রাস্তা ধরে পূর্ব দীকে একটু হেটে গেলে দেখবেন সিনজি দাড়িয়ে আছে , সিনজিতে ঊঠে ব্র্যাক পোল্ট্রি ফার্মের সামণে নামবেন,ভাড়া নেয় জনপ্রতি ২০ টাকা করে। দেখবেন ব্র্যাক পোল্ট্রি ফার্মের পাসেই বোয়ালীয়া ঝর্ণা জাওয়াড় রাস্তা । সেখান থেকে ৩০ - ৪০ মিনিট হাটলেই পেয়ে যাবেন বোয়ালীয়া ঝর্ণা

১ দিনে বোয়ালিয়া ঝর্ণা ভ্রমণ গাইড করতে চাইলে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন


 
 
#Sitakunda 
#Boalia 
#Waterfall  

Vlog Tag: boaliya,boyalia trail,boalia,mirshorai,chittagong,kupikatakhum,waterfall,upper stream of khoiyachora,নাপিত্তাছরা ট্রেইল,বান্দরখুম,napittachora,napittachora trail,khoiyachora trail,বাঘবিয়ানি,মিরসরাই,খৈয়াছড়া ঝর্ণা,খৈয়াছড়া জলপ্রপাত,খৈয়াছরা,বোয়ালিয়া,খৈয়াছড়া ঝর্ণায় যাওয়ার উপায়,খোইয়া ছরা পাহাড়,khoiyachora waterfall,Places to visit in Chittagong,Places to visit in sitakunda mirsharai,Boalia trail

Post a Comment

0 Comments