Random Posts

নিঝুম দ্বীপে সবচাইতে জনপ্রিয় ৫টি রিসোর্ট । নিঝুম দ্বীপের আবাসিক হোটেল । Nijhum Dwip Hotel & Resort

নিঝুম দ্বীপ গেলে যেখানে থাকবেনঃ
নামার বাজারের আসে পাশে বেশ কয়েকটি আবাসিক হোটেল রয়েছে। সরকারি ছুটির দিনে নিঝুম দ্বিপে বেড়াতে আসলে এই সব হোটেলে আগে থেকে রিজার্ভ করে আসবেন টা না হলে রুম খালি পাবেন না । তবে সরকারি ছুটির দিন ব্যতিত নিঝুম দ্বিপে বেড়াতে আসলে আগে থেকে হোটেল বুকিং করার দরকার নেই । কারন তখন এইসব হোটেল এমনিতেই খালি থাকে । তখন নিঝুম দ্বীপ এসে দামদামি করে অনেক কম টাকায় কটেজ রিজার্ভ করতে পারবেন । অফ সিজনে রুম ভাড়ায় ৫০ডিসকাউন্ট পাওয়া যায়
) নিঝুম রিসোর্ট (অবকাশ হোটেল) নামার বাজারঃ 
এটা অবকাশ পর্যটন লিমিটেড এর একটা রিসোর্ট। নামার বাজার সী বীচ এর কাছে অবস্থিত। নিঝুম রিসোর্ট নামে নিঝুম দ্বীপে থাকার জন্য একটি ভালো মানের রিসোর্ট।
রুম ভাড়া:
 বেড এর ভিআইপি রুম ভাড়া ২০০০ টাকা
 বেড এর সাধারন রুম ভাড়া ১৫০০ টাকা
 বেড এর সাধারন রুম ভাড়া ১৮০০ টাকা
 বেড এর সাধারন রুম ভাড়া ২০০০ টাকা
 বেড এর ফ্যামিলি রুম ভাড়া ৩০০০ টাকা
 বেড এর ডরমেটরি রুম ভাড়া ১৮০০ টাকা
১২ বেড এর ডরমেটরি রুম ভাড়া ৩০০০ টাকা।


ঢাকা অফিসঃ অবকাশ পর্যটন লি:,আলহাজ সামসুদ্দিন ম্যানসন (নবম তলা),১৭ নিউ ইস্কাটন রোডঢাকা। ফোন :৮৩৫৮৪৮৫,৯৩৪২৩৫১,৯৩৫৯২৩০,০১৫৫২৩৭২২৬৯
নিঝুম দ্বীপ অফিসঃ০১৭২৪-১৪৫৮৬৪সবুজ ভাই)০১৮৪৫৫৫৮৮৯৯০১৭৩৮২৩০৬৫৫

) হোটেল শাহিন,নামার বাজার:
হোটেল টা নতুন। কিন্তু এর মালিক কর্মচারী গুলা সাক্ষাত ডাকাত। ১০০০ টাকার রুম ২৫০০ টাকা চাইবে।
ফোন নম্বরঃ ০১৮৬৩১৫০৮৮১

) হোটেল সোহেল,নামার বাজার:
রুম ভাড়া: বেড এর রুম ২৫০০ থেকে ১৮০০ পর্যন্ত (রুমের অভ্যন্তরীন বিভিন্ন সুবিধার জন্য ভাড়ার তারতম্য)
যোগাযোগম্যানেজারঃ ০১৮৬৮৬১২১৩৫(শাহজাহান)

) মসজিদ বোর্ডিং, নামার বাজার:
এটা সবচেয়ে সস্তায় থাকার ব্যবস্থা। স্থানীয় মসজিদ থেকে এই ব্যবস্থা করেছে।
রুম ভাড়া:ডরমেটরি - ভাড়া ২০০ - ৩০০ টাকা।
এক্সট্রা ২ টা সিঙ্গেল এবং ২ টা ডবল রুম আছে,আর সব ডরমেটরি 
যোগাযোগমোঃ আব্দুল হামিদ জসিমকেন্দ্রিয় জামে মসজিদনামার বাজার।ফোনঃ ০১৭২৭-৯৫৮৮৭৯
৫) হোটেল দ্বীপ সম্পদ,(সৈয়দ চাচার থাকা  খাওয়ার হোটেল) নামার বাজার:
ফোনঃ ০১৭২০ ৬০১ ০২৬০১৭৬০ ০০৮১০৬

৬) বন বিভাগের ডাকবাংলো:
৫০/৬০ জন পর্যটক থাকার ব্যবস্থা আছে।বন বিভাগের রেস্ট হাউজ।এটা দ্বীপের প্রথম রেস্ট হাউস।
ভাড়া প্রতিজন ২০০ টাকা।
যোগাযোগ:০১৭১১-১৭৩৪৩৪,০১৭১৫-৫৪৬৭৭২ 

 
আপনারা যার নিঝুম দ্বিপে কটেজ রিজার্ভ নিয়ে দূর চিন্তায় রয়েছেন তাদের জন্য নিঝুম দ্বিপের সবচেয়ে জনপ্রিয় ৫ টি রিসোর্টের রিভিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে দেখে নেয়ার আমন্ত্রন রইলো । নিঝুম দ্বীপের আবাসিক হোটেল সম্পর্কে জানতে আমাদের বানানো এই ভিডিওটি দেখুন 



ট্র্যাভেল বাংলাদেশ টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে সঠিক তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের মেইল করুন chsaiful@gmail.com। আমরা ঠিক করে নিবো ।

দৃষ্টি আকর্ষণ : আমাদের পর্যটন স্পট গুলো আমাদের দেশের পরিচয় বহন করে এবং এইসব পর্যটন স্পট গুলো  আমাদের দেশের সম্পদ। এইসব স্থানের প্রাকৃতিক কিংবা সৌন্দর্য্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। আর ভ্রমনে গেলে কোথাও ময়লা ফেলবেন না । দেশ আমাদেরদেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।


সতর্কতাঃ হোটেলরিসোর্টযানবাহন ভাড়া সহ অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ট্র্যাভেল বাংলাদেশে প্রকাশিত তথ্য বর্তমান সময়ের সাথে মিল নাও পেতে পারেন। তাই অনুগ্রহ করে আপনি ভ্রমণে যাওয়ার আগে বর্তমান ভাড়া ও খরচের ব্যাপারে খোঁজ খবর নিয়ে পরিকল্পনা সাজাবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে হোটেলরিসোর্টযানবাহনের জন্য যোগাযোগের নাম্বার দেওয়া হয়। এসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে ভালো ভাবে যাচাই করার অনুরোধ করা হলো। কোন প্রকার আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ট্র্যাভেল বাংলাদেশ দায়ী থাকবে না। 

 

 

Post a Comment

0 Comments