How to go Khoiyachora Waterfall:
ঢাকা - চট্টগ্রাম হাইওয়েতে বড় তাকিয়া বাস স্ট্যান্ডে নেমে যাবেন ঢাকা হতে নন এসি বাস ভাড়া ৪৮০ টাকা। বড় তাকিয়া বাজার এবং বড় তাকিয়া হাই স্কুল এর পূর্ব দিকে খৈয়াছড়া ঝর্ণা গামী সিনজি পাবেন । সিনজি আপনাকে খৈয়াছড়া ঝর্নার জিরি পথের কাছাকাছি নামিয়ে দিবে ভাড়া নিবে ২০ টাকা। বাকি রাস্তা ঝর্নার জিরি পথ ধরে হাটতে হবে কোন গাইড লাগবে না ।
রেলপথে চট্টগ্রাম:
মেইল ট্রেনে সীতাকুণ্ড যেতে পারেন ভাড়া ১২০ টাকা ছাড়ে রাত ১০:৩০ । ঢাকা-চট্টগ্রামের মহানগর ছাড়ে রাত ৯টায়, তূর্ণা ছাড়ে রাত ১১টায়। ভাড়া ১৬০ থেকে ১১০০ টাকা। ট্রেন হতে নেমে লেগূণা যোগে/বাসে বড় তাকিয়া বাস স্ট্যান্ডে চলে আসবেন সীতাকুণ্ড হতে ভাড়া নিবে ৩০ টাকা চট্টগ্রাম হতে ভাড়া নিবে ৫০ টাকা ।
Where to eat: খৈয়াছড়া ঝর্ণায় যেখানে আপনাকে সিনজি নামিয়ে দিবে সেখানে অনেক খাবার হোটেল পাবেন ।যে কোনো একটি হোটেলে দুপুরের খাবারের অর্ডার করে যাবেন খাবারের প্যাকেজ মোটামুটি ৮০-১৫০ টাকার মধ্যে। আর ক্যামেরা, মোবাইল, মানিব্যাগ চাড়া সবকিছু খাবার হোটেলে রেখে যাবেন । সাথে পানি আর খাবার স্যালাইন রাখবেন । আর স্লিপার জাতীয় জুতা পরিধান করবেন কারণ খৈয়াছড়া ঝর্নার জিরিপথ অনেক পিচ্চিল আর হাটার সুবিধার জন্য বাঁশ কিনতে ভুলবেন না যেন প্রতি পিচ বাঁশ ১০ টাকা ।
Where to stay :
চট্টগ্রামের মূল শহরে অনেক হোটেল আছে। সাধারণত ভালো মানের হোটেলে নন এসি সিঙ্গেল ৩০০ থেকে ১০০০ এবং ডাবল ৬০০ থেকে ১৫০০ টাকার মধ্যে। অথবা সীতাকুণ্ড হোটেল সাইমুন,হোটেল সউদিয়া , হোটেল জলসা উঠতে পারেন । সীতাকুণ্ড এবং চট্টগ্রাম হোটেল নিয়ে আমাদের রিভিও রয়েছে দেখে নিতে পারেন ।
চট্টগ্রাম হোটেল রিভিওঃ https://www.youtube.com/watch?v=TgzF4...
সীতাকুণ্ড হোটেল রিভিওঃ https://www.youtube.com/watch?v=WeaxB...
FB: https://www.facebook.com/groups/19395...
খৈয়াছড়া ঝর্ণা যাওয়ার উপায় এবং ১২ তম ধাপ দেখতে চাইলে আমাদের বানানো এই ভিডিওটি দেখত পারেন
0 Comments