Random Posts

১ দিনে নিকলি অষ্টগ্রাম এবং মিঠামইন ভ্রমণ গাইড । Dhaka To Nikli Haor😍Mithamain | Austagram😍Kishoreganj Bangladesh😍নিকলী☘মিঠামইন☘অষ্টগ্রাম☘ কিশোরগঞ্জ

১ দিনেই নিকলি অষ্টগ্রাম এবং মিঠামইন ঘুরার প্ল্যানঃ 

ঢাকা থেকে বাস এবং ট্রেন দুই ভাবেই নিকলী হাওর যাওয়া যায়। ঢাকার সায়দাবাদ বাস টার্মিনালের পূর্বপাশে প্রগতি সরনী সড়কের গোলাপবাগ এলাকা থেকে কিশোগঞ্জ শহরের উদ্দেশ্যে সকাল থেকেই একটু পর পর বাস ছাড়ে। ভাড়া ২২০ টাকা, সময় নিবে ৩:৩০ থেকে ৪:০০ ঘন্টা। চাইলে এসি বাসেও যেতে পারেন। ভাড়া ৪০০ টাকা । এসি বাস ছাড়ার সময়, ঢাকা থেকে সকাল ৭:৩০ এবং ১১:৩০। 

কিশোরগঞ্জ শহরে পৌঁছে কালিয়াচাপরা সুগার মিল এলাকা থেকে টেম্পু/সিএনজি করে নিকলী হাওর চলে যাবেন। সময় নিবে প্রায় ১ ঘন্টা। তবে সব থেকে ভালো হয় পুলের ঘাট নেমে সেখান থেকে সিএনজি নিলে। সোজা রাস্তায় সময় নিবে ৩০ থেকে ৪০ মিনিট। ভাড়া জনপ্রতি ৬০ টাকা, রিজার্ভ নিলে ৩০০ টাকা। তবে ভুলেও অটো রিকশা নিবেন না। তাহলে সময় বেশি লাগবে। 

এছাড়া ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারো সিন্ধুর ট্রেনে সরারচর কিংবা মানিকখালি ষ্টেশনে নেমে সেখান থেকে সিনজি দিয়ে যেতে পারেন। সময় নিবে প্রায় ৩ থেকে ৪ ঘন্টা। এগারো সিন্ধুর বুধ বার ছাড়া প্রতিদিন সকাল ৭:০০ টায় কমলাপুর থেকে ছেড়ে যায়। ভাড়া ১২০ থেকে ২৫০ টাকা। তবে একই দিনে ফিরতে চাইলে আপনাকে বাসে ফিরতে হবে। 

আর ৮-১০ জনের টিম হলে মাইক্রো বাস ভাড়া নিয়ে খুব আরামে ঘুরে আসতে পারবেন। নিকলি থেকে অষ্টগ্রাম মিঠামইন বড় ট্রলার গুলোর ভাড়া ৭০০০ টাকা নির্ধারণ করে দিয়েছে এই সব ট্রলারে ১০০-১২০ জনের মত বসা যায় । মাঝারি ট্রলার ভাড়া ৫০০০ টাকা যে ট্রলারে ৫০-৬০ জনের মত বসা যায় । এবং ছোট ট্রলারের ভাড়া ৩০০০ টাকা নির্ধারণ করে দেয়া হয়েছে । আসার কথা হলো আপনারা যদি সরকারী ছুটির দিন বাদে নিকলি তে গুরতে আসেন তবে দামা দামি করে ট্রলার ঠিক করলে প্রায় অর্ধেক ভাড়ায় ট্রলার নিতে পারবেন । 

আপনারা যদি গ্রুপ করে না আসতে পারেন তবে চিন্তার কারন নেই নিকলি ঘাঁটে অপেক্ষা করুণ কারন ট্রলার গুলো নির্দিষ্ট সময় পর পর জন প্রতি ৩০০ টাকার বিনিময়ে অষ্টগ্রাম মিঠামইন নিয়ে যায় কিন্তু সমস্যা হলো যাত্রী দ্বারা ট্রলার পূর্ণ না হলে ট্রলার ছাড়ে না । ঢাকা থেকে অন্য আরেকটি বিকল্প পথে অষ্টগ্রাম মিঠামইন যাওয়া যায় আমাদের ভিডিওর শেষের দিকে অষ্টগ্রাম মিঠামইন এর একজন অটো ড্রাইভার এর সাক্ষাৎকার দেয়া থাকবে তিনি আপনাদের কম খরচে এবং সহজে অষ্টগ্রাম মিঠামইন যাওয়ার উপায় বলে দিবেন । 

প্রয়োজনীয় কন্টাক্ট নম্বরঃ 

রমজান ভাই (অটো ড্রাইভার - মিঠামইন) - ০১৯২০৩৮৬৬৯২ 

আইনুদ্দিন ভাই (অষ্টগ্রাম ডাক বাংলো) - ০১৯১৪৯৭৫৩৮৯ 

শিকদার হোটেল (মিঠামইন) – ০১৭৫৩৮০৪৫৪৫ 

 ১ দিনে নিকলি অষ্টগ্রাম এবং মিঠামইন ভ্রমণ গাইড নিয়ে আমাদের বানানো ভিডিওঃ

 

Post a Comment

0 Comments