Random Posts

নাপিত্তাছড়া ঝর্না ভ্রমণ গাইড , যাওয়ার উপায় এবং খরচ সমূহ , বান্দরখুম ঝর্না,বাঘবিয়ানি ঝর্না,কুপিকাটাখুম ঝর্না,উজিল্লা ঝর্না । Napittachora Waterfall Travel Guidelines | Places to visit in sitakunda mirsharai , Chittagong

 নাপিত্তাছড়া ঝর্না ভ্রমণ গাইড

 
নাপিত্তাছড়ায় ৪ টি ঝর্না রয়েছে ঝর্না গুলোর নাম নাম উজিল্লা ঝর্না ,কুপিকাটাকুম ঝর্না,বান্দরখুম ঝর্না এবং মিঠাছড়ি ঝর্না (যেটাকে আমরা নাপিত্তাছড়া ঝর্না বলে জানি) ঢাকা থেকে বাস এবং ট্রেন ২ ভাবেই নাপিত্তাছড়া ঝর্নায় যাওয়া যায় । ট্রেনে যেতে হলে আপনাকে রাত ১০:৩০ এর চট্টগ্রাম গামী মেইল ট্রেন ধরতে হবে ভাড়া নিবে ১২০ টাকা । ট্রেন থেকে সীতাকুণ্ড নামতে হবে এবং লেগুলায় চড়ে নদুয়ারি বাস স্ট্যান্ড যেতে হবে ভাড়া নিবে ৩০ টাকা , মেইল ট্রেনে সিট পাওয়া যায় না তাই আরামের কথা চিন্তা করলে রাতের তুরনা নিশিতা ট্রেনে করে ফেনী নামতে পারেন ভাড়া নিবে আনুমানিক ৩৫০ টাকা , ফেনী রেল ষ্টেশন থেকে মহিপাল রিক্সা ভাড়া ২৫ টাকা , আর মহিপাল থেকে নদুয়ারি বাস স্ট্যান্ড বাস ভাড়া ৪০-৫০ টাকা । আর বাসে যেতে চাইলে ঢাকা থেকে চট্টগ্রাম গামী যেকোনো বাসে উঠে নামতে হবে নদুয়ারি বাজার ভাড়া নিবে ৪৮০ টাকা । যারা আমাদের মত খরচ সেভ করতে চান তারা ঢাকা থেকে ফেনী গামী স্টার লাইন অথবা এনা বাসে উঠতে পারেন । ঢাকা উত্তরা থেকে ভাড়া নিবে ৩০০ টাকা এবং সায়েদাবাদ থেকে ভাড়া নিবে ২৭০ টাকা । আর ফেনী মহিপাল থেকে চট্টগ্রাম গামী যেকোনো বাসে চড়ে নদুয়ারি বাজার যাওয়া যায় ।আর মহিপাল থেকে নদুয়ারি বাস স্ট্যান্ড বাস ভাড়া ৪০-৫০ টাকা যদি বাসের ড্রাইভার নদুয়ারহাট না চেনে তবে মীরসরাই বাজারে নেমে লোকাল লেগুনা করে নদুয়ারী বাজার যেতে পারবেন। জনপ্রতি ১০ টাকা নেবে লোকাল লেগুনা । যদি আপনি চট্টগ্রাম শহর থেকে আসেন, চিটাগাং শহর এর অলংকার মোড় থেকে চয়েস বাস মিরসরাই যায়। ভাড়া নেয় জন প্রতি ৮০ টাকা করে । নদুয়ারি বাজার হতে ২০ মিনিট হাটলেই রেললাইন দেখতে পাবেন, রেল লাইন পারহয়ে ঝর্নার জিরি পথের কাছাকাছি যেকোনো ১ টা হোটেলে নাস্তা সেরে ভারি জিনিস পত্র দোকানে রেখে ঝর্নার উদ্দেশ্য যাত্রা শুরু করবেন গাইডের দরকার নাই জিরি পথ গুলা ফলো করলে এমনিতেই ঝর্না গুলো পায়ে যাবেন, তার পরও গাইড প্রয়োজন মনে করলে নদুয়ারি বাজারে এমনিতে গাইড আপনাকে জিজ্ঞাসা করবে গাইড লাগবে কিনা গাইড ফি ৫০০ টাকা

১ দিনে নাপিত্তাছড়া ঝর্ণা ভ্রমণ গাইড করতে চাইলে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন






#নাপিত্তাছড়া_ঝর্না_যাওয়ার_উপায়

#বান্দরখুম

#বাঘবিয়ানি

#কুপিকাটাখুম


Vlog Tag: bandorkhum,napittachora,waterfall,waterfalls of napittachora,napittachori,napittachora waterfall travel,khoiyachora,napittasora,bashbaria,নাপিতছড়া,কুপিকাটাখুম,নাপিত্তাছরা,নাপিত্তাছড়ি,বাঘবিয়ানি,নাপিত্তাছরা ট্রেইল,নাপিত্তাছড়া,বান্দরখুম,নাপিত্তাছড়া ঝর্না সীতাকুন্ড,napittachora waterfall sitakunda,napittachora mirsarai

Post a Comment

0 Comments