লোকাল চাঁদের গাড়ীতে কম খরচে সাজেক ভ্যালি ভ্রমণ করার উপায়ঃ
ঢাকা থেকে সহজে সাজেক যেতে আপনি শান্তি পরিবহনে উঠতে পারেন কারন অন্যান্য বাস আপনাকে খাগড়াছড়ি নামিয়ে দিবে তারপর আপনাকে আবার দিঘিনালার লোকাল চাঁদের গড়িতে উঠতে হবে , তারপর দিঘিনালা নেমে বাঘাই হাঁটের লোকাল চাঁদের গাড়িতে উঠতে হবে , বাগাই হাঁট গিয়ে আবার সাজেকের লোকাল চাঁদের গাড়িতে চড়তে হবে । সুতারাং বুঝতেই পারছেন খাগড়া ছড়ি নেমে লোকাল চাঁদের গাড়ি ধরে সাজেক যেতে হলে আপনাকে ৩ বার গাড়ি চেঞ্জ করতে হবে । কিন্তু শান্তি পরিবহনে গেলে আপনি সরাসরি বাঘাই হাঁট যেতে পারবেন।
ঢাকা থেকে সরাসরি বাঘাই হাঁট শান্তি পরিবহনে বাস ভাড়া ৬৮০ টাকা ।
আর বাঘাই হাঁট থেকে সাজেক লোকাল চান্দের গাড়ী ভাড়া জনপ্রতি ১১০ টাকা । এইসব লোকাল চান্দের গাড়ী সকাল ৮ঃ৫০ এ বাঘাই হাঁট থেকে সাজেকের উদ্দেশ্য চেড়ে যায়
১ম গাড়ী যায় - ৮ঃ৫০ । ২য় গাড়ী যায় - ১১ঃ৩০ । ৩য় গাড়ী যায় - ১ঃ৩০ । ৪থ গাড়ী যায় - ৩ঃ৩০ । লোকাল চাঁদের গাড়ীর লাইন ম্যানঃ 01874248047, 01552745502 । লোকাল চাঁদের গাড়ীর লাইন কন্ট্রোলারঃ 01871837153
, 01553141721
বিকল্প পথে সাজেকঃ
ঢাকা থেকে খাগড়াছড়ি নন-এসি বাস ভাড়া ৫২০ থেকে ৫৫০ টাকা এবং এসি বাস ভাড়া ১০০০ থেকে ১২০০ টাকা। ঢাকা থেকে দিঘিনালা নন এসি শান্তি পরিবহনের বাস ভাড়া ৬০০ টাকা । খাগড়াছড়ি থেকে দিঘিনালা লোকাল চান্দের গাড়ী ভাড়া ৫০ টাকা । দিঘিনালা থেকে লোকাল চাঁদের গাড়িতে বাঘাই হাঁট যেতে ভাড়া ২৫ টাকা । এইসব লোকাল চান্দের গাড়ী দিঘিনালা হতে সকাল ৮ টায় বাগাই হাটের উদ্দেশ্য ছেড়ে যায় । এ ছাড়া বাইকেও যেতে পারেন দিঘিনালা থেকে বাঘাই হাঁট বাইক রিজার্ভ ভাড়া ১০০ টাকা । আর ১ বাইকে ২ জন উঠা যায় ।
লোকাল চান্দের গাড়ীতে সাজেক যাওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই ঢাকা থেকে সরাসরি বাঘাই হাঁটের গাড়িতে উঠবেন ।
লোকাল গাড়ীতে ফেরার উপায়ঃ সাজেক সিনারি হোটেলের সামনে থেকে বাঘাই হাঁটের উদ্দেশ্য যথাক্রমে ১ম গাড়ী যায় - ৮ঃ৫০ । ২য় গাড়ী যায় - ১১ঃ৩০ । ৩য় গাড়ী যায় - ১ঃ৩০ । ৪থ গাড়ী যায় - ৩ঃ৩০ । লোকাল চাঁদের গাড়ীর লাইন ম্যানঃ 01874248047, 01552745502 । লোকাল চাঁদের গাড়ীর লাইন কন্ট্রোলারঃ 01871837153
, 01553141721
কোথায় খাবেনঃ
সাজেকে অন্তত ১ ঘন্টা আগে খাবারের অর্ডার করতে হয় । সজেকে সব হোটেলেই খাবারের দাম একই । যেটা কিনা হোটেল মালিক সমিতি নির্ধারণ করে দিয়েছে । দেশি পাহাড়ি মুরগি,সব্জি,ডাল,ভর্তা,সাদা ভাত এর প্যাকেজ অর্ডার করতে পারেন যার মূল্য ২২০ টাকা ।
রাতের খাবারের জন্য আপনারা বেঁচে নিতে পারেন বাম্বো চিকেন অথবা বারবিকিউ চিকেন এর সাথে পরটা । ১ কেজি দেশি মুরগির বাম্বো চিকেন এর মূল্য পড়বে ৭৫০ টাকা যেটা কিনা ৪ জন খেতে পারবেন । আর ব্রয়লার মুরগির বাম্বো চিকেন ৫০০ টাকা । প্রতি পিস পরটা ১০ টাকা করে। আর বারবিকিউ চিকেন প্যাকেজ ২২০ টাকা এই প্যাকেজে ১ পিস চিকেন ,৩ টা পরটা , ১ টা সস এবং সালাত থাকবে ।
সাজেক ভ্যালিতে মজার সব খাবার(Food Review@Sajek Valley):
কোথায় থাকবেনঃ
আপনাদের সুবিধার কথা চিন্তা করে আমরা সাজেকের সেরা ৭ টি রিসোর্টের ভিডিও সহ রিভিও দিলামঃ
সাজেকে সেরা ৭ টি রিসোর্টের ১ম পর্ব মেঘপুঞ্জি(Meghpunji):
সাজেকে সেরা ৭ টি রিসোর্টের ২য় পর্ব ঝুমঘর (Jhum Ghar Resort):
সাজেকে সেরা ৭ টি রিসোর্টের ৩য় পর্ব মেঘ মাচাং (Megh Machang):
সাজেকে সেরা ৭ টি রিসোর্টের ৪র্থ পর্ব কিণর কটেজ (Kinore Cottage):
সাজেকে সেরা ৭ টি রিসোর্টের ৫ম পর্ব (Sajek Classic & Chayanir ECO Resort):
লোকাল চাঁদের গাড়িতে সজেক গিয়ে আমাদের খরচ সমুহঃ-
ঢাকা থেকে বাঘাই হাঁট বাস ভাড়া ৬৮০ টাকা ।
বাঘাই হাঁট থেকে সাজেক লোকাল চান্দের গাড়ী ভাড়া জনপ্রতি ১১০ টাকা ।
কটেজ ভাড়া = ৪০০০/৪= ১০০০ টাকা জন প্রতি
সাজেকে দুপুরের খাবার ২২০ টাকা ।
রাতের ব্যাম্বু চিকেন প্যাকেজ ২২০ টাকা ।
সকালের নাস্তা = ৫০ টাকা
সাজেক থেকে বাঘাই হাঁট লোকাল চান্দের গাড়ী ভাড়া জনপ্রতি ১১০ টাকা ।
বাঘাই হাঁট থেকে ঢাকা বাস ভাড়া ৬৮০ টাকা ।
মোট খরচ = ৩০৭০টাকা ।
লোকাল চাঁদের গাড়ীতে সাজেক যাওয়ার উপায় সম্পর্কে জানতে আমাদের বানানো এই ভিডিওটি দেখতে পারেন -
#মেঘের_রাজ্য_সাজেক_ভ্যালি
#Sajek_Tour
#Sajek_Valley_Travel_Guide
Vlog Tag:sajek,sajek valley,sajek travel guide,sajek tour,sajek resort,sajek resort price,sajek tour cost,সাজেক,সাজেক ভ্যালি,সাজেক ভ্রমণ,ভ্রমণ গাইড,সাজেক রিসোর্ট,সাজেক ভ্রমণ খরচ,sajek tour plan,dhaka to sajek,sajek tour low cost,sajek bangladesh,সাজেক কিভাবে যাব,সাজেক ভ্যালি দর্শনীয় স্থান
0 Comments