Random Posts

Kayaking and fishing at Mohamaya Lake || মহামায়া লেক ভ্রমণ গাইড খরচ সহ বিস্তারিত


How to go Mohamaya Lake: ঢাকা - চট্টগ্রাম হাইওয়েতে সবগুলো বাসই মিরসরাইতে থামে। মিরসরাই বাস স্ট্যান্ড থেকে ঠাকুরদিঘী বাজারে এসে পূর্ব দিকের রাস্তা দিয়ে সিএনজি অটোরিক্সায় মহামায়ায় যেতে হয় ভাড়া নেয় ২০ টাকা। নন এসি বাস ভাড়া ৪৮০ টাকা রেলপথে চট্টগ্রাম: মেইল ট্রেনে সীতাকুণ্ড যেতে পারেন ভাড়া ১২০ টাকা ।ঢাকা-চট্টগ্রামের মহানগর ছাড়ে রাত ৯টায়, তূর্ণা ছাড়ে রাত ১১টায়। ভাড়া ১৬০ থেকে ১১০০ টাকা। ট্রেন হতে নেমে লেগূণা যোগে/বাসে ঠাকুরদিঘী বাজারে এসে পূর্ব দিকের রাস্তা দিয়ে সিনজি যোগে মহামায়ায় যেতে হয় Ticket fee at Mohamaya Lake : মহামায়া লেকে প্রবেশ মূল্য ১০ টাকা Kayaking at Mohamaya Lake : কায়াকিং করার জন্য বেস্ট জায়গা মহামায়া লেক । লেকের ১১ বর্গ কিলোমটারের মধ্যে মনের মতো করে ঘুরতে পারবেন । ১ ঘন্টা ৩০০ টাকা (স্টুডেন্ট হলে ২০০ টাকা) Boat Fee at Mohamaya Lake: মহামায়া লেকে ঘোরা এবং মহামায়া ঝর্ণায় যাওয়ার জন্য বোট ভাড়া ১০০০ - ১৫০০ টাকা ১ বোটে ১৫ জন বসা যায় Fishing at Mohamaya Lake: যারা মাছ ধরতে পছন্দ করেন তাদের জন্য মাহামায়া লেক হতে পারে আদর্শ যায়গা । মাত্র ৫০০ টাকার বিনিময় সারা দিন মাছ ধরতে পারবেন আর ১ জন বরশী পাততে পারবেন যত খুশী । এই লেকে ৪ কেজি পর্যন্ত ওজনের মাছ পাওয়া যায় Where to eat: মিরসরাই সীতাকুণ্ড ভালো মানের খাবার হোটেল নেই সবচেয়ে ভালো হয় সাথে করে খাবার নিয়ে গেলে । অথবা সীতাকুণ্ড বাজারে আলামিন হোটেলে খেতে পারেন এই হোটেল এর মান মোটামুটি ভালো Where to stay : চট্টগ্রামের মূল শহরে অনেক হোটেল আছে। সাধারণত ভালো মানের হোটেলে নন এসি সিঙ্গেল ৩০০ থেকে ১০০০ এবং ডাবল ৬০০ থেকে ১৫০০ টাকার মধ্যে। অথবা সীতাকুণ্ড হোটেল সাইমুন,হোটেল সউদিয়া , হোটেল জলসা উঠতে পারেন । সীতাকুণ্ড এবং চট্টগ্রাম হোটেল নিয়ে আমাদের রিভিও রয়েছে দেখে নিতে পারেন চট্টগ্রাম হোটেল রিভিওঃ https://www.youtube.com/watch?v=TgzF4... সীতাকুণ্ড হোটেল রিভিওঃ https://www.youtube.com/watch?v=WeaxB... ১ দিনে মহামায়া লেক ভ্রমণ সম্পর্কে জানতে আমাদের বানানো ভিডিওটি দেখতে পারেন -




#kayaking #mohamaya_মহামায়া_লেক #fishing_mohamaya_lake

Post a Comment

0 Comments