টিকা পরোটা
টিকা পরোটা
সারাদিনের পড়ালেখার পাশাপাশি আরও বিভিন্ন কাজ থাকতে পারে সে কাজ শেষ হতেই আপনার আমার ক্ষুধা লাগে আর সে সময়টা যদি সন্ধ্যার একটু পর পর অর্থাৎ রাত ৯-১০ তখন খাওয়া বলতে বাহিরে তেমন ভাজা পোড়া কিছু থাকে না।এমন সময় নিকটস্থ গ্রিলের ছোট দোকানগুলো তে খাওয়া দাওয়া একটু করে নিতে পারেন।
"ক্ষুধার রাজ্যে পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটি"
খাবারগুলোর মধ্যে সবচেয়ে সুস্বাদু ও জনপ্রিয় হচ্ছে টিকা পরোটা। আপনি শুরু করে দিতে পারেন। সাথে থাকবে সালাত বোরহানি। দামও খুব কম ১টি পরোটা, টিকা মাত্র ১০ টাকা। মোটামুটি কয়েকটা খেলে আপনার আর খেতে ইচ্ছা হবে না বুঝেনই তো তৈল জাতীয় খাবার ক্ষতিকর কেন যে খেলাম।যাই হোক ভুল করেছি খেয়েছি।আবার ক্ষুধা লাগলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি।
কাবাবের দামসমূহ
মুরগীর কাবাবঃ ৬০ টাকা
শিক কাবাব ঃ ৪৬ টাকা
গরুর চাপ ঃ৬০ টাকা
বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন
0 Comments