Random Posts

আলুটিলা গুহা

                                                               আলুটিলা গুহা

                                               
                                                            চিত্র আলুটিলা গুহা   

আলুটিলা গুহা পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির আলুটিলা পাহাড়ারের পাদদেশে অবস্থিত গুহা। এ পাহাড়ের পূর্ব নাম ছিল আরবারী পর্বত। ইতিহাস থেকে জানা যায় ২য় বিশ্বযুদ্ধে দুর্ভিক্ষের সময় স্থানীয়রা এ গুহার পর্বত থেকে প্রচুর পরিমাণ বন্য আলু সংগ্রহ করত ক্ষুধা নিবারণের জন্য।  তাই এ পর্বতের নাম রাখা হয় আলুটিলা গুহা।


                                                     চিত্র আলুটিলা ওয়াচ টাওয়ার 

খাগড়াছড়ির একটি সুন্দর ভিউ দেখতে পাবেন এ ওয়াচ টাওয়ার থেকে। দৃশ্যগুলো দেখে এতই ভালো লাগবে যেন মনে হবে যেন বাংলাদেশ নয় এটি ইউরোপের কোন জায়গা। আকাশ, পাহাড়, সবুজ আর মেঘ মিলে মিশে অপরূপ চোখ জুড়ানো দৃশ্যের সৃষ্টি করে। আর এ জায়গা থেকে কিছু সিঁড়ি বেয়ে নিচে নেমে পৌছানো যায় আলুটিলা গুহা। গুহায় প্রবেশের আগেই পাশে কিছু মশাল বিক্রি করা হয়। ১০ টাকা দিয়ে মশাল কিনে নেওয়া যায় কেননা গুহায় এত অন্ধকারে চলাফেরা করা কোনভাবেই সম্ভব নয়। তবে অনেকে ফোনের ফ্লাশ ব্যবহার করে চলাফেরা করে।



                                                            চিত্র আলুটিলা গুহা   

মাটির নিচে অবস্থিত গুহাটির দৈর্ঘ্য প্রায় ১০০ মিটারের মতো হবে। আর ব্যাস প্রায় ৫ মিটার। গুহার মুখের শুরুতে দেখা যায় ঝর্ণার পানিতে বাঁধ দিয়ে জল জমিয়ে রাখা হয়েছে। স্থানীয়রা এ পানি খাওয়া ও অন্যান্য কাজে ব্যবহার করে।  গুহার ভিতর ঘুটঘুটে  অন্ধকার তাই ঢুকতেই গা ছমছম করে উঠে এক ভূতুড়ে অনুভূতি অনুভব হয়। পাথর আর শিলামাটির ভাঁজে গড়া রহস্যময় সুরঙ্গের ভিতর বিশাল বিশাল পাথর আর উঁচু নিচু মেঝে দেখে রোমাঞ্চিত হওয়া ছাড়া উপায় থাকে না। ১০-১৫  মিনিট হাঁটার পর গুহার শেষ প্রান্তে পৌছানো  যায়।দেখা যায়  সূর্যের আলো। গুহা মুখের শেষ প্রান্তে দেখা মিলবে ভঙ্গুর অসংখ্য পাথর।  তাই উপরে উঠার সময় একটু সাবধানে উপরে উঠতে হয়। নইলে যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে।

                                                            চিত্র আলুটিলা গুহা   


রাঙ্গামাটির আলুটিলা গুহার প্রবেশের আগের মুহূর্তের প্রস্তুতি। দীর্ঘ ভ্রমণের কারণে ক্লান্ত মনকে একটু স্বস্তি দেওয়ার চেষ্টায় কিছু পানীয়ের খোঁজে। গুহার সামনেই ডাব ও মশাল নিয়ে বসে আছে খাগড়াছড়ির পুরুষ মহিলারা। সময় ও সুযোগ হলে আপনারাও চলে যেতে পারেন দেশের রহস্যময় গুহা আলুটিলা ও পাহাড় পর্বতে ঘেরা খাগড়াছড়িতে।  




আলুটিলা গুহা সম্পর্কে বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুন।






#Travel
#Bangladesh
ধন্যবাদান্তে
সজিব চৌধুরী
সাংবাদিকতা ও মিডিয়া অধ্যয়ন বিভাগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়









                                       





















Post a Comment

0 Comments