জ্যাকব টাওয়ার ভ্রমণ গাইড
জ্যাকব টাওয়ার(Jakub Tower):
প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে ১৯ তলাবিশিষ্ট দৃষ্টিনন্দন এ টাওয়ারটি দক্ষিণ এশিয়ার সর্ব বৃহৎ ওয়াচ টাওয়ার । টাওয়ারটিতে ক্যাপসুল লিফটের ব্যবস্থা রয়েছে। থাকছে উচ্চ ক্ষমতার বাইনোকুলার, যাতে ১০০ বর্গকিলোমিটার এলাকার প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। ২১৫ ফুট উচ্চতার এ ওয়াচ টাওয়ারে দাঁড়ালেই চোখে পড়ে তেঁতুলিয়া নদীর সুনীল জলাধার, পূর্বে মেঘনার উথাল-পাথাল ঢেউ, দক্ষিণে চর কুকরী-মুকরীসহ বঙ্গোপসাগরের বিরাট অংশ।
পর্যটকদের সুবিধার্থে টাওয়ারসংলগ্ন এলাকায় ১০ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক বিলাসবহুল রেস্ট হাউসও নির্মাণ করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ টাওয়ারটি উদ্বোধন করেছেন। টাওয়ারটির ডিজাইন করেছেন স্থপতি কামরুজ্জামান লিটন।
ঢাকা থেকে জ্যাকব টাওয়ারে যেভাবে যাবেন:
ঢাকা সদরঘাট থেকে তাসরিফ ৩ ও ৪ নামে দুটি জাহাজ প্রতিদিন সন্ধ্যা ৭:৪৫ মিনিটে এবং ৮:৩০ মিনিটে ঢাকা থেকে বেতুয়া চরফ্যাশন উদ্দেশ্যে ছেড়ে যায় । বেতুয়া চরফ্যাশন থেকে ঢাকার উদ্দেশে রাওনা দেয় যথাক্রমে বিকাল ৫টা এবং ৫ঃ৩০ মিনিটে। এই জাহাজে কেবিন সিঙ্গেল কেবিনের ভাড়া পড়বে ১০০০ টাকা আর ডাবল কেবিন আর ভাড়া পড়বে ১৮০০ টাকা এবং ডেকের ভাড়া ২০০-২৫০ । রাতে লঞ্চেই খেতে পারেন। খাবার মোটামুটি ভালোই । তাসরিফ জাহাজ আপনাকে বেতুয়া চরফ্যাশন নামিয়ে দিবে সকাল ৭ টায় । বেতুয়া লঞ্চ ঘাটে সকালের নাস্তা সেরে অটো ভাড়া করে চলে যেতে পারবেন জ্যাকব ওয়াচ টাওয়ারে , বেতুয়া হতে চর ফ্যাশন জ্যাকব টাওয়ার পর্যন্ত যেতে অটো রিজার্ভ ২৫০ টাকা নিবে , ১ অটোতে ৬ জন বসতে পারবেন লোকালে গেলে জনপ্রতি ৪০-৫০ টাকা লাগবে, সময় লাগবে ২০/২৫ মিনিট। । জ্যাকব টাওয়ারে এন্ট্রি ফি জন প্রতি ১০০ টাকা । যাওয়ার সময় রাত বা ভোর থাকায় নদীর আসল রূপ দেখতে পারবেন না। তাই আসার সময় একদম দৌলতখাঁ পর্যন্ত মেঘনা নদীর দুই পাশের ম্যানগ্রোভ বন সহ ইলিশ ধরার দৃশ্য, নাম নাজানা অনেকগুলো চর, উড়ন্ত গাঙচিল, আঁকাবাঁকা খালের মতো আরও অনেক নান্দনিক দৃশ্য চোখে পড়বে।
সংক্ষিপ্ত আকারে আমাদের এই ট্যুরের খরচ সমুহঃ
• ঢাকা থেকে বেতুয়া ডেকের ভাড়া = ৩০০ /-
• রাতে লঞ্চে খাবার = ১৬০ /-
• বেতুয়া লঞ্চ ঘাঁটে সকালের নাস্তা জন প্রতি = ৪০ /-
• বেতুয়া হতে চর ফ্যাশন জ্যাকব টাওয়ার যেতে অটো রিজার্ভ = ২৫০/৬ , জন প্রতি ভাড়া ৪২ /-
• জ্যাকব টাওয়ারে এন্ট্রি ফি = ১০০/-
• দুপুরের খাবার = ১৫০ টাকা
• বেতুয়া থেকে ঢাকা ডেকের ভাড়া = ৩০০ /-
• রাতে লঞ্চে খাবার = ১৬০ /-
এই ট্যুরে আমাদের জন প্রতি খরচ হয়েছে = ১২৫২ /-
জ্যাকব টাওয়ার ভোলা ঘুরতে চাইলে আমাদের বানানো এই ভিডিওটি দেখতে পারেন -
Vlog Tag: দ্বীপ জেলা ভোলা,bhola tour,jakub tower bhola,jakub tower,chor kukri mukri,চর ফ্যাশন,চর ফ্যাশন ভোলা,জ্যাকব ওয়াচ টাওয়ার,ভোলা,char fasson,jacob watchtower,jacob tower likely to be inaugurated today,jacob tower,charfassion bhola,চরফ্যাশন ভোলা,জ্যাকব টাওয়ার,চরফ্যাশন,chor fashion,চরফ্যাশন টাওয়ার,তারুয়া সমুদ্র সৈকত,ঢাল চর,chor fashion bhola,ভোলা চর কুকরি মুকরি
0 Comments