পান্থুমাই ভ্রমন গাইড
পান্থুমাই ভ্রমনের বিস্তারিতঃ
আম্বরখানা বাস স্ট্যান্ডে নেমেই আমরা ১২০০ টাকা দিয়ে সারা দিনের জন্য সিএনজি রিজার্ভ করেছিলাম । আমরা সিলেট হাদারপাড় গিয়ে ২০০০ টাকা দিয়ে পান্থুমাই ,লক্ষন ছড়া এবং বিছানাকান্দির জন্য ইঞ্জিন ছালিত নৌকা ভাড়া করে ছিলাম ।
বাংলাদেশ ভারত সীমান্তে অসম্ভব সুন্দর একটি গ্রাম পান্থুমাই । এটি সিলেট জেলার গোয়াইন ঘাঁট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের একটি গ্রাম । পিছনে মেঘালয় পাহাড় আর বয়ে চলা পিয়াইন নদীর পাড়ে এই গ্রামটি বাংলাদেশের সবচাইতে সুন্দর গ্রাম গুলোর একটি । এই ঝর্নাটি আমাদের কাছে পান্থুমাই ঝর্ণা এবং ভারতে বড়হিল ঝর্ণা নামে পরিচিত ।
এই ট্যুরে আমাদের খরচের বিস্তারিতঃ
ঢাকা থেকে সিলেট নন এসি বাসের ভাড়া = ৪৭০ /-
পানশি রেস্তোরায় সকালের নাস্তা = ৪৫ /-
সারা দিনের জন্য সিএনজি রিজার্ভ = ১২০০/৫ = জনপ্রতি ভাড়া = ২৪০ /-
রাতারগুল সোয়াম ফরেস্টে নৌকা ভাড়া = ৭৫০/৫ = জনপ্রতি ভাড়া = ১৫০/-
পান্থুমাই , লক্ষণ চড়া এবং বিছানাকান্দির জন্য ট্রলার ভাড়া = ২০০০/৫ = জনপ্রতি ভাড়া = ৪০০ /-
বিছানাকান্দিতে দুপুরের খাবার = ১৫০ /-
সিলেট ৫ ভাই রেস্তোরায় রাতের খাবার = ১৮০ /-
সিলেট থেকে ঢাকা নন এসি বাসের ভাড়া = ৪৭০ /-
আমাদের এই ট্যুরে সদস্য সংখ্যা চিলো ৫ জন এবং আমাদের জন প্রতি খরচ হয়েছে ২১০৫ টাকা ।
0 Comments