ফুচকা আমার কাছে জিভে জল আনা খাবারঃ
চিত্রঃ ফুচকা খাওয়া |
ক্যাম্পাস বন্ধ হবে আজই শেষ দিন সামনে শীতকালীন ছুটি। ক্লাস ও আজ খুব তাড়াতাড়ি ছুটি হয়ে গেলো। এখন বাজে দুপুর ১২:৩০। আমি আর বন্ধু রাশেদ । এক সাথে নিচে নামলাম কিছু খাওয়া দরকার। দোস্ত, কি খাওয়া যায়। কি খাবি বল তো? সামনেই দেখলাম ফুচকার ছোট্ট একটা দোকান সিদ্ধান্ত নিলাম ফুচকা খাবো।ফুচকা খাবি? খাওয়া যায়। চল খাই। ফুচকাওয়ালাকে বললাম দুই প্লেট ফুচকা দেন। তিনি বলা মাত্র কাজ শুরু করে দিলেন। এর মধ্যে দুই জনের মধ্যে ডিপার্টমেন্টের পড়ালেখা এবং কার কি খবর সবকিছু নিয়ে কথা বলছিলাম। ফুচকাওয়ালা জিজ্ঞাসা করলো, ঝাল বেশি দিবো কিনা। আমি বললাম দেন। তিনি আবার জিজ্ঞাসা করলেন শুকনো ঝাল নাকি মরিচের ঝাল কিছুই বুঝলাম না। বললাম কোনটা ভালো তিনি বললেন আপনি একটা বললেই হলো। আমি বললাম যেটা ভালো হয় দিন। তাকে শুকনো ঝাল দিতে দেখলাম। বন্ধু বললো তাকে টক দিতে ঝাল নয়। আবার ১ মিনিটের মতো কথা বললাম দুইজন। ফুচকা বানানো শেষ দুইজনই খাওয়া শুরু করলাম। যাই হোক ক্ষুধা কিছুটা হলেও লাগব হয়েছে। ফুচকা খেয়ে দুইজনই ক্যামেরা হাতে ক্যাম্পাসে ঘুরোঘুরি ও ছবি তুলতে বের হয়ে গেলাম। আপনারা ফুচকা খেয়ে নিতে পারেন এমন যদি সময় ও খেতে ইচ্ছা হয়।
প্লেট প্রতি ফুচকা ২০ টাকা। ১ প্লেটে ১০ টি ফুচকা থাকে।
1 Comments
Sundar Lekha
ReplyDelete