Random Posts

নিঝুম দ্বীপে ক্যাম্পিং করার উপায় । Nijhum Dwip । Camping at Nijhum Dwip । নিঝুম দ্বীপ । হাতিয়া নোয়াখালী

ঢাকা থেকে লঞ্চের ডেকে নিঝুম দ্বীপ পর্যন্ত যেতে আমাদের মোট খরচঃ লঞ্চে ডেকের ভাড়া -৩০০ /- রাতের খাবার লঞ্চে ১৭০ /- তমুরুদ্দিন ঘাঁট থেকে মুক্তারিয়া ঘাঁটে যাওয়ার জন্য বাইক রিজার্ভ ৩০০/২ টাকা , জন প্রতি ভাড়া ১৫০/- ট্রলার যোগে মুক্তারিয়া ঘাঁট থেকে বন্দরটিলা ভাড়া নেয় ২০ /- ঘাট ফি ৩/- বন্দরটিলা হতে নিঝুম দ্বীপ নামার বাজার বাইক রিজার্ভ ১০০ টাকা, জন প্রতি ভাড়া ৫০/- নিঝুম দ্বীপ পর্যন্ত যেতে আমাদের মোট খরচ = ৬৯৩ /- আমাদের নিঝুম দ্বীপ ভ্রমনের শেষ পর্বে এই টুরের সম্পূর্ণ খরচ দেয়া থাকবে ।

নিঝুম দ্বীপে ক্যাম্পিং করার উপায় 
ক্যাম্পিং এর সুবিধা প্রচুর। ক্যাম্পিং মূল দ্বীপেই করা ভালো।  দেখেশুনে পুরা দ্বীপে যেখানে মন চায় সেখানেই তাঁবু টাঙ্গানো যাবে। জন্তু জানোয়ারের কোনো ভয় নেই। নামার বাজার বিচে নেমেই বাপাশে ঝোপগুলোর সামনে ক্যাম্পিং করতে পারেন।  স্থানীয় কাউকে ক্যাম্পিং করার জন্য গাইড হিসেবে নিতে পারেন। বাজারসদাই,লাকড়ি,রান্না-বান্না ও পানির ব্যবস্থা ওরাই করবে। এমনকি রাত জেগে ক্যাম্প সাইট পাহারা ও দিবে। ১৫০০ থেকে ২০০০ টাকার মত দিয়ে দিবেন ক্যাম্পিং আর ঘুরাসহ। মাঝারি বয়সের ছেলেপুলে হলে ভালো হয়।  বাথরুম পাবেন নামার বাজার মাছের আড়তে। গোসল করতে পারবেন নিঝুম রিসোর্টের পিছনে ডাকবাংলোর পুকুরে।


নিঝুম দ্বীপে ক্যাম্পিং করার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের বানানো এই ভিডিওটি দেখতে পারেনঃ


Post a Comment

0 Comments