এক দিনে সুন্দরবন ভ্রমণ
করমজল যেতে হয় পশুর নদী পাড়ি দিয়ে। এই নদী সবসময়ই কম-বেশি উত্তাল থাকে। তাই ভালো মানের ইঞ্জিন নৌকা নিয়ে যাওয়া উচিৎ। আগেই নিশ্চিত হয়ে নিন নৌকায় পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও আছে কী না।
খরচ সমূহঃ
ঢাকার সায়দাবাদ বাস স্টেশন থেকে সরাসরি মংলা যায় সুন্দরবন ও পর্যটক সার্ভিসের বাস। এ ছাড়াও গাজীপুর থেকে মংলা যায় গ্রামীন পরিবহন এবং পর্যটক পরিবহনের গাড়ী। ভাড়া নেয় ৩৫০ থেকে সাড়ে ৪৫০ টাকা। সময় লাগে প্রায় ৭ ঘণ্টা
মংলা থেকে ইঞ্জিন নৌকায় চড়ে যেতে হবে করমজল। দশ জনের উপযোগী একটি ইঞ্জিন নৌকার যাওয়া আসার ভাড়া ১২০০ থেকে ২০০০ হাজার টাকা পর্যন্ত। এসব ইঞ্জিন নৌকাগুলো সাধারণত ছাড়ে মংলা ফেরি ঘাট থেকে। নৌকা ভাড়া করার সময় অবশ্যই সময়ের ব্যাপারটা পরিষ্কার করে নিবেন । আর করম জলের ক্যানেলে নৌকা নিয়ে ঘুরার ইচ্ছা থাকলে নৌকা ভাড়া করার সময়ই কথা বলে নিবেন
করমজলে পর্যটকের জন্য প্রবেশ মূল্য জনপ্রতি ২৩ টাকা, আর ভিডিও ক্যামেরা নিয়ে প্রবেশ করলে ক্যামেরা ফি ২৩০ টাকা। আর বনের ক্যানেলে নৌকা নিয়ে প্রবেশ করতে চাইলে জনপ্রতি ৭০ টাকা এবং ক্যানেলে যেতে ১ জন গান ম্যান ম্যান নিতে হয় তার ফি ৩৪৫ টাকা । ক্যানেলে ট্রলার প্রবেশ ফি ৪৬০ টাকা
Vlog Tag: সুন্দরবন ভ্রমণ গাইড,sundarban travel guide,সুন্দরবন,harbaria,how to go sundarban from dhaka,harbaria sundarban,করমজল,কটকা,হিরণ পয়েন্ট,how to go to sundarban,sundarban ep.1,sundarban tour,koromjol,sundarban tour guide,kotka,দুবলার চর,করমজল ভ্রমণ,how to go sundarban from khulna,koromjol mongla,bagerhat,life of sundarbans,royal bengal tiger live seen in sundarban,about sundarbans,sundarbans video,sundarban,sundarbans
0 Comments