পতেঙ্গা সমুদ্র সৈকত ভ্রমন গাইড
পতেঙ্গা বাংলাদেশের চট্টগ্রাম শহরের সমুদ্র সৈকত যা কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত বন্দর নগরী চট্টগ্রাম থেকে প্রায় ১৪ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। পতেঙ্গা চট্টগ্রাম শহরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র।
চট্টগ্রাম শহরের পাশে প্রায় ২০ কিলোমিটার জায়গা নিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকত অবস্থিত। সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার জন্য পতেঙ্গা একটি জনপ্রিয় সমুদ্র সৈকত। এটি পুরোপুরি একটি বালুকাময় সমুদ্র সৈকত।
পর্যটকদের বিনোদনের জন্য সৈকতে রয়েছে ,স্পীড বোডে ভ্রমণ, ঘোড়ায় ছড়ার ব্যবস্থা।
পর্যটকরা এই সৈকতটি ছাড়াও ফৌজদারহাট সৈকত নামে আরেকটি সমুদ্র সৈকত উপভোগ করতে পারে যা এখান থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে। তাছাড়া রাস্তার পাশের খাবারের দোকান গুলোরও জুরি নেই। যেখাজানে রয়েছে সামুদ্রিক মাছ, কাঁকড়া ফ্রাই করে খাবার ব্যবস্থা । এখানকার বার্মিজ জিনিসপত্র,চকলেট,আচার ও জুয়েলারি বেশ জনপ্রিয়। তাই পতেঙ্গা সমুদ্র সৈকতের এই মার্কেটে সবসময় মানুষের ভিড় লেগেই থাকে
পতেঙ্গা সি বীচের পাশেই রয়েছে শুঁটকীর মার্কেট যেখানে রয়েছে হরেক রকমের শুটকি । দেশের বিভিণ্ণ প্রান্ত হতে লোকজন এখানে আসে শুধু মাত্র শুটকি কিনার জন্য
কিভাবে যাবেনঃ
চট্টগ্রাম শহরের কেন্দ্র থেকে বাস, টেম্পো বা অটো-রিকশার মাধ্যমে প্রায় ১ ঘণ্টার মধ্যে পতেঙ্গা সমুদ্র সৈকতে পৌঁছানো যায়। বাস বা টেম্পো তে ৩০ থেকে ৩৫ টাকা এবং অটো-রিকশাতে ২৫০ টাকার মত লাগে।
কোথায় থাকবেনঃ
চট্টগ্রাম শহরে অনেক হোটেল আছে। এগুলোর মধ্যে কিছু কিছু দেশের সেরা হোটেল।
পতেঙ্গা সমুদ্র সৈকত নিয়ে আমাদের বানানো ভিডিও দেখুন -
0 Comments