Random Posts

এম ভি বে ওয়ান ক্রুজ শিপে চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন ভ্রমন | Chittagong To St. Martin Island - Mv Bay One Cruise Ship

চট্টগ্রাম থেকে সরাসরি সেন্টমার্টিন - ভ্রমন গাইড

চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন রুটে যুক্ত হয়েছে অত্যাধুনিক ক্রুজ শিপ এম ভি বে ওয়ান। দুই হাজার যাত্রী বহনে সক্ষম এ জাহাজটিই বর্তমানে বাংলাদেশে সর্ববৃহৎ ক্রুজ শিপ। পতেঙ্গায় অবস্থিত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে (১৫ নং ঘাট সংলগ্ন) ওয়াটার বাস ঘাট থেকে থেকে এই শিপ সেন্টমার্টিনে উদ্দেশ্য ছেড়ে যায়

সমুদ্রের মাঝখানে শিপ পরিবর্তন করার কোন ঝামেলাও থাকছে না। দেশের খ্যাতনামা জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান কর্ণফুলী শিপ বিল্ডার্সের অর্থায়নে জাহাজটি আমদানি করা হয়। ১২১ মিটার দৈর্ঘ্য ও ৫ দশমিক ৩ মিটার ড্রাফটের জাহাজটি নির্মাণ করে জাপানের কোবেই শহরের বিখ্যাত প্রতিষ্ঠান মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। জাহাজটি ঘণ্টায় ২৪ নটিক্যাল মাইল গতিতে চলতে পারে। জাহাজটিতে যাত্রীসেবায় নিয়োজিত থাকবেন ১৫০ জন ক্রু। এছাড়া জাহাজ পরিচালনায় থাকবে আরো ১৭ জন ক্রু। উত্তালসমুদ্র মোকাবিলায় ফিন স্ট্যাবিলাইজার সুবিধাও রাখা হয়েছে জাহাজটিতে।

বে ওয়ান ক্রুজ জাহাজটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ক্রুজ শিপ। অত্যাধুনিক সব সুযোগ সুবিধা রাখা হয়েছে এই জাহাজটিতে। এর মাধ্যমে পর্যটকদের আর সড়ক পথ পাড়ি দিয়ে সেন্টমার্টিন যেতে হবে না। সরাসরি সমুদ্রযাত্রায় সেন্টমার্টিন নামতে পারবে।

যাত্রার সময়সূচি : সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ১১ টায় চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন যাত্রা করবে বে ওয়ান ক্রুজ। জাহাজটি সেন্টমার্টিন পৌঁছাবে পরদিন সকাল ৮টায়। এছাড়া ফিরতি পথে প্রতি সপ্তাহের শুক্র, শনি ও রবিবার দুপুর ১ টায় সেন্টমার্টিন থেকে যাত্রা করে জাহাজটি চট্টগ্রাম পৌঁছাবে একই দিন সন্ধ্যা ৭ টায়। চট্টগ্রাম থেকে রাতের যাত্রায় সেন্টমার্টিন পৌঁছাতে সময় লাগবে প্রায় ৯ ঘণ্টা। তবে ফিরতি পথে সেন্টমার্টিন থেকে দিনের যাত্রা হওয়া সময় কিছুটা কম লাগবে। ফিরতি পথে সময় লাগবে প্রায় ৭ ঘণ্টা।

যাওয়া-আসার খরচ 

OFFICE ADDRESS

Xtreme Solution

bti Landmark(4th Floor), Wireless Moor,

Zakir Hossain Road West Khulsi,

Chattogram 4000.

Phone: 09613-888000, 01610051005


E_mail : mvbayone.info@gmail.com

MV Bay One Web : https://bayone.com.bd/

MV Bay One Facebook Page: https://www.facebook.com/MVBayOne



 

Post a Comment

0 Comments