কক্সবাজার টু সেন্টমার্টিন ভ্রমন গাইড
নৌপথে কক্সবাজার থেকে সরাসরি সেন্টমার্টিন দ্বীপে যাওয়া জন্য এমভি কর্ণফুলী এক্সপ্রেস (MV
Karnaphuli Express) জাহাজ চালু রয়েছে। এমভি কর্ণফুলী এক্সপ্রেস
কক্সবাজারের উত্তর নুনিয়াছড়া (এয়ারপোর্ট রোড) বিআইডব্লিউটিএ ঘাট থেকে প্রতিদিন
সকাল ৭ টায় সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। এমভি কর্ণফুলী এক্সপ্রেস জাহাজের সর্বোচ্চ যাত্রী ধারন ক্ষমতা প্রায় ৩০০০ জন। এই জাহাজটিতে আছে ১৭ টি ভিআইপি কেবিন,
৩ ক্যাটাগরির প্রায় ৫০০ আসন, কনফারেন্স
রুম, ডাইনিং স্পেস, সী ভিউ
ব্যালকনি, প্রজেক্টর, নামাযের
স্থান, রেস্টুরেন্ট। কেবিনের যাত্রীদের জন্য আছে ফ্রি
ওয়াইফাই, ইন্টারকম, টিভি,
প্রাইভেট রেস্টুরেন্ট, টয়লেট ও বাথ এবং
ছাদের বাগানে প্রবেশের ফ্রি অনুমতি।
এমভি কর্ণফুলী এক্সপ্রেস জাহাজের সময়সূচিঃ
কর্ণফুলী এক্সপ্রেস জাহাজটি কক্সবাজারের উত্তর
নুনিয়াছড়া (এয়ারপোর্ট রোড) বিআইডব্লিউটিএ ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে
ছেড়ে যায় সকাল ৭ টায়। সেন্টমার্টিন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে
ছেড়ে আসে দুপুর ৩ টা থেকে ৪ টার মধ্যে। জোয়ার ভাটার কারণে প্রায় প্রতিদিন সময়সূচি
বদলায়। কক্সবাজার থেকে সেন্টমার্টিন যেতে প্রায় ৫ ঘন্টা সময় লাগে। সেন্টমার্টিন
থেকে কক্সবাজার ফিরে আসতেও একই সময় লাগে। কক্সবাজারের হোটেল-মোটেল গুলো থেকে
নুনিয়াছড়া পৌঁছাতে মোটামোটি ৩০ মিনিট সময় লাগে।
কর্ণফুলী এক্সপ্রেস জাহাজের আসা এবং যাওয়ার টিকেটের মূল্য নিচে দেয়া হলো। টিকেট কাটার সময় অবশ্যই কবে ফিরবেন তা উল্লেখ করে নিবেন। ৫ বছরের কম বাচ্চাদের টিকেট ফ্রি। প্রতিটি টুইন বেড, ভিআইপি কেবিনের টিকেট ২ জন যাত্রী জন্য প্রযোজ্য। অতিরিক্ত যাত্রীদের ইকোনমি ক্লাস এর টিকেট কেটে নিতে হবে।
এমভি কর্ণফুলী এক্সপ্রেস জাহাজের ভাড়ার তালিকা (যাওয়া ও আসা বা আপ – ডাউন):
ইকোনমি চেয়ারঃ
লেভেন্ডার ~ ২৫০০/-
মেরিগোল্ড ~ ২৫০০/-
গ্লাডিওলাস ~ ৩২০০/-
ওপেন ডেক ~ ৩২০০/-
লাউঞ্জঃ
লাইলাক লাউঞ্জ ~ ৩২০০/-
ভি,আই,পি লাউঞ্জ ~ ৩৬০০/-
কেবিনঃ
শুধুমাত্র ১ জনের জন্য:
সিংগেল কেবিন ~ ৬৫০০/-
সর্বোচ্চ ২ জনের জন্য:
টুইন বেড কেবিন ~ ১০০০০/-
ভি,আই,পি কেবিন ~ ১৮০০০/-
ভি,ভি,আই,পি কেবিন ~ ২৫০০০/-
সিঙ্গেল চেয়ার ব্যাতীত, প্রতিটি টুইন বেড, ভি আই পি ও ভি ভি আই পি কেবিন ২ জন এর জন্য প্রযোজ্য, অতিরিক্ত জন প্রতি আলাদা টিকেট কেটে নিতে হবে। আপনার ফেরার (রিটার্ন) তারিখ টিকেট কাটার পূর্বেই উল্লেখ করতে হবে। প্রতিবার যাত্রায় এম ভি কর্নফুলী এক্সপ্রেস এর পক্ষ থেকে থাকছে সৌজন্য মূলক স্ন্যাকস/ নাস্তা।
জাহাজের শর্তাবলীঃ
- ডিসেম্বর এবং জানুয়ারী
মাসের জাহাজের ইস্যুকৃত টিকেট অফেরতেযোগ্য।
- আপনার ফেরার (রিটার্ন)
তারিখ টিকেট কাটার পূর্বেই উল্লেখ করতে হবে।
- জাহাজ ছাড়ার ৭২ থেকে ২৪
ঘন্টা পূর্বে টিকেট বাতিল করলে ৫০% টাকা ফেরত দেয়া হবে।
- জাহাজ ছাড়ার ২৪ ঘন্টার কম সময়ে টিকেট বাতিল করা যাবে না।
যোগাযোগঃ
+88 01977 886877, 01678076361/62/63/66/67/68,
+88 02222283619, 02222291538, 028837118
E_mail: mvkarnafulyexpress@gmail.com
Address:
House # 16, Road # 36, Appt # 2A
Gulshan-2, Dhaka-1212, Bangladesh.
Everyday 9:00-18:00
Mv Karnaphuli Express Web : http://www.mvkarnaphuliexpress.com/
Mv Karnaphuli Express Facebook Page: https://www.facebook.com/mvkarnaphuliexpress/
0 Comments