কক্সবাজার থেকে সরাসরি সেন্টমার্টিন দ্বীপ
নৌপথে কক্সবাজার থেকে সরাসরি সেন্টমার্টিন দ্বীপে যাওয়া জন্য এমভি কর্ণফুলী এক্সপ্রেস (MV Karnaphuli Express) জাহাজ চালু রয়েছে। এমভি কর্ণফুলী এক্সপ্রেস কক্সবাজারের উত্তর নুনিয়াছড়া (এয়ারপোর্ট রোড) বিআইডব্লিউটিএ ঘাট থেকে প্রতিদিন সকাল ৭ টায় সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। এমভি কর্ণফুলী এক্সপ্রেস জাহাজের সর্বোচ্চ যাত্রী ধারন ক্ষমতা প্রায় ৩০০০ জন। এই জাহাজটিতে আছে ১৭ টি ভিআইপি কেবিন, ৩ ক্যাটাগরির প্রায় ৫০০ আসন, কনফারেন্স রুম, ডাইনিং স্পেস, সী ভিউ ব্যালকনি, প্রজেক্টর, নামাযের স্থান, রেস্টুরেন্ট। কেবিনের যাত্রীদের জন্য আছে ফ্রি ওয়াইফাই, ইন্টারকম, টিভি, প্রাইভেট রেস্টুরেন্ট, টয়লেট ও বাথ এবং ছাদের বাগানে প্রবেশের ফ্রি অনুমতি।
এমভি কর্ণফুলী এক্সপ্রেস জাহাজের সময়সূচিঃ
কর্ণফুলী এক্সপ্রেস জাহাজটি কক্সবাজারের উত্তর নুনিয়াছড়া (এয়ারপোর্ট রোড) বিআইডব্লিউটিএ ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল ৭ টায়। সেন্টমার্টিন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসে দুপুর ৩ টা থেকে ৪ টার মধ্যে। জোয়ার ভাটার কারণে প্রায় প্রতিদিন সময়সূচি বদলায়। কক্সবাজার থেকে সেন্টমার্টিন যেতে প্রায় ৫ ঘন্টা সময় লাগে। সেন্টমার্টিন থেকে কক্সবাজার ফিরে আসতেও একই সময় লাগে। কক্সবাজারের হোটেল-মোটেল গুলো থেকে নুনিয়াছড়া পৌঁছাতে মোটামোটি ৩০ মিনিট সময় লাগে।
কর্ণফুলী এক্সপ্রেস জাহাজের আসা এবং যাওয়ার টিকেটের মূল্য নিচে দেয়া হলো। টিকেট কাটার সময় অবশ্যই কবে ফিরবেন তা উল্লেখ করে নিবেন। ৫ বছরের কম বাচ্চাদের টিকেট ফ্রি। প্রতিটি টুইন বেড, ভিআইপি কেবিনের টিকেট ২ জন যাত্রী জন্য প্রযোজ্য। অতিরিক্ত যাত্রীদের ইকোনমি ক্লাস এর টিকেট কেটে নিতে হবে।
এমভি কর্ণফুলী এক্সপ্রেস জাহাজের ভাড়ার তালিকা (যাওয়া ও আসা বা আপ – ডাউন):
ইকোনমি চেয়ারঃ
লেভেন্ডার ~ ২৫০০/-
মেরিগোল্ড ~ ২৫০০/-
গ্লাডিওলাস ~ ৩২০০/-
ওপেন ডেক ~ ৩২০০/-
লাউঞ্জঃ
লাইলাক লাউঞ্জ ~ ৩২০০/-
ভি,আই,পি লাউঞ্জ ~ ৩৬০০/-
কেবিনঃ
শুধুমাত্র ১ জনের জন্য:
সিংগেল কেবিন ~ ৬৫০০/-
সর্বোচ্চ ২ জনের জন্য:
টুইন বেড কেবিন ~ ১০০০০/-
ভি,আই,পি কেবিন ~ ১৮০০০/-
ভি,ভি,আই,পি কেবিন ~ ২৫০০০/-
সিঙ্গেল চেয়ার ব্যাতীত, প্রতিটি টুইন বেড, ভি আই পি ও ভি ভি আই পি কেবিন ২ জন এর জন্য প্রযোজ্য, অতিরিক্ত জন প্রতি আলাদা টিকেট কেটে নিতে হবে। আপনার ফেরার (রিটার্ন) তারিখ টিকেট কাটার পূর্বেই উল্লেখ করতে হবে। প্রতিবার যাত্রায় এম ভি কর্নফুলী এক্সপ্রেস এর পক্ষ থেকে থাকছে সৌজন্য মূলক স্ন্যাকস/ নাস্তা।
জাহাজের শর্তাবলীঃ
- ডিসেম্বর এবং জানুয়ারী মাসের জাহাজের ইস্যুকৃত টিকেট অফেরতেযোগ্য।
- আপনার ফেরার (রিটার্ন) তারিখ টিকেট কাটার পূর্বেই উল্লেখ করতে হবে।
- জাহাজ ছাড়ার ৭২ থেকে ২৪ ঘন্টা পূর্বে টিকেট বাতিল করলে ৫০% টাকা ফেরত দেয়া হবে।
- জাহাজ ছাড়ার ২৪ ঘন্টার কম সময়ে টিকেট বাতিল করা যাবে না।
যোগাযোগঃ
+88 01977 886877, 01678076361/62/63/66/67/68,
+88 02222283619, 02222291538, 028837118
E_mail: mvkarnafulyexpress@gmail.com
Address:
House # 16, Road # 36, Appt # 2A
Gulshan-2, Dhaka-1212, Bangladesh.
Everyday 9:00-18:00
Mv Karnaphuli Express Web : http://www.mvkarnaphuliexpress.com/
Mv Karnaphuli Express Facebook Page: https://www.facebook.com/mvkarnaphuliexpress/
চট্টগ্রাম থেকে সরাসরি সেন্টমার্টিন
চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন রুটে যুক্ত হয়েছে অত্যাধুনিক ক্রুজ শিপ এম ভি বে ওয়ান। দুই হাজার যাত্রী বহনে সক্ষম এ জাহাজটিই বর্তমানে বাংলাদেশে সর্ববৃহৎ ক্রুজ শিপ। পতেঙ্গায় অবস্থিত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে (১৫ নং ঘাট সংলগ্ন) ওয়াটার বাস ঘাট থেকে থেকে এই শিপ সেন্টমার্টিনের উদ্দেশ্য ছেড়ে যায়।
সমুদ্রের মাঝখানে শিপ পরিবর্তন করার কোন ঝামেলাও থাকছে না। দেশের খ্যাতনামা জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান কর্ণফুলী শিপ বিল্ডার্সের অর্থায়নে জাহাজটি আমদানি করা হয়। ১২১ মিটার দৈর্ঘ্য ও ৫ দশমিক ৩ মিটার ড্রাফটের জাহাজটি নির্মাণ করে জাপানের কোবেই শহরের বিখ্যাত প্রতিষ্ঠান মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। জাহাজটি ঘণ্টায় ২৪ নটিক্যাল মাইল গতিতে চলতে পারে। জাহাজটিতে যাত্রীসেবায় নিয়োজিত থাকবেন ১৫০ জন ক্রু। এছাড়া জাহাজ পরিচালনায় থাকবে আরো ১৭ জন ক্রু। উত্তালসমুদ্র মোকাবিলায় ফিন স্ট্যাবিলাইজার সুবিধাও রাখা হয়েছে জাহাজটিতে।
বে ওয়ান ক্রুজ জাহাজটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ক্রুজ শিপ। অত্যাধুনিক সব সুযোগ সুবিধা রাখা হয়েছে এই জাহাজটিতে। এর মাধ্যমে পর্যটকদের আর সড়ক পথ পাড়ি দিয়ে সেন্টমার্টিন যেতে হবে না। সরাসরি সমুদ্রযাত্রায় সেন্টমার্টিন নামতে পারবে।
যাত্রার সময়সূচি : সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ১১ টায় চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন যাত্রা করবে বে ওয়ান ক্রুজ। জাহাজটি সেন্টমার্টিন পৌঁছাবে পরদিন সকাল ৮টায়। এছাড়া ফিরতি পথে প্রতি সপ্তাহের শুক্র, শনি ও রবিবার দুপুর ১ টায় সেন্টমার্টিন থেকে যাত্রা করে জাহাজটি চট্টগ্রাম পৌঁছাবে একই দিন সন্ধ্যা ৭ টায়। চট্টগ্রাম থেকে রাতের যাত্রায় সেন্টমার্টিন পৌঁছাতে সময় লাগবে প্রায় ৯ ঘণ্টা। তবে ফিরতি পথে সেন্টমার্টিন থেকে দিনের যাত্রা হওয়া সময় কিছুটা কম লাগবে। ফিরতি পথে সময় লাগবে প্রায় ৭ ঘণ্টা।
OFFICE ADDRESS
Xtreme Solution
bti Landmark(4th Floor), Wireless Moor,
Zakir Hossain Road West Khulsi,
Chattogram 4000.
Phone: 09613-888000, 01610051005
E_mail : mvbayone.info@gmail.com
MV Bay One Web : https://bayone.com.bd/
MV Bay One Facebook Page: https://www.facebook.com/MVBayOne
টেকনাফ থেকে সেন্টমার্টিন
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের সৌন্দর্য
অবলোকন করার জন্য প্রতি বছর প্রচুর পর্যটক ভিড় করেন। টেকনাফ থেকে জাহাজ,
ট্রলার এবং স্পীডবোটে চড়ে সেন্টমার্টিন যাওয়া যায়। আসুন জেনে নেই
সেন্ট মার্টিনের জাহাজ ভাড়া, টিকেট বুকিং, যোগাযোগ ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য।
সেন্ট মার্টিনের জাহাজ
টেকনাফ-সেন্টমার্টিন রুটে বেশ কিছু জাহাজ চলাচল
করে। তাদের মধ্যে কেয়ারী সিন্দাবাদ, কেয়ারি
বে ক্রুজ এন্ড ডাইন, এমভি বে ক্রুজ-১, আটলান্টিক ক্রজ, এম ভি ফারহান উল্লেখ যোগ্য।
এসকল জাহাজ প্রতিদিন সকাল ৯ টা থেকে ৯:৩০ মিনিটে টেকনাফ থেকে ছেড়ে যায় এবং দুপুর ৩
টা থেকে ৩:৩০ মিনিটে সেন্টমার্টিন থেকে ছেড়ে আসে। এছাড়াও জাহাজ এ করে কক্সবাজার থেকে সেন্টমার্টিন যাওয়া
যায়।
কেয়ারি সিন্দাবাদ
কেয়ারি সিন্দাবাদ টেকনাফ-সেন্টমার্টিন রুটের সব
থেকে পুরানো এবং জনপ্রিয় জাহাজ। নন-এসি এই জাহাজের টিকেটের মূল্য সব থেকে কম।
ভাড়ার তালিকা নিচে দেয়া হলো।
মেইন ডেক |
৮৫০/- |
ওপেন ডেক |
১০০০/- |
ব্রিজ ডেক |
১১০০/- |
কর্পোরেট অফিস
কেয়ারি প্লাজা (৫ তলা)
৮৩ সাত মসজিদ রোড, ৮/এ ধানমন্ডি,
ঢাকা ১২০৯
ফোন: ০১৮১৭-১৪৮৭৩৫, ০১৮১৪-৬৫৮২৭০,
০১৭১২-১১৪০০৯
কক্সবাজার অফিস
উর্মী গেস্ট হাউজ
কলাতলী রোড, কক্সবাজার ১২০৯
ফোন: ০১৮১৭-২১০৪২১, ০১৮১৭-২১০৪২২,
০১৮১৭-২১০৪২৩, ০১৮১৭-২১০৪২৪
টেকনাফ অফিস
দামদামিয়া, কেয়ারি
ঘাট, টেকনাফ, কক্সবাজার
ফোন: ০১৮১৯-৩৭৯০৮৩, ০১৮১৭-২১০৪২৮,
০১৮১১-৪১৮৪৯০
অনলাইন
অনলাইনে কেয়ারি সিন্দাবাদ জাহাজের টিকেট কাটতে
পারেন এড্রেস থেকে www.kearitourismbd.com
ফোন: ১৬৪৬০, ০১৮৪৭-৩২৩৭০৫, ০১৮৪৭-৩২৩৭০৬
কেয়ারি বে ক্রুজ এন্ড ডাইন
কেয়ারি বে ক্রুজ এন্ড ডাইন এসি জাহাজ
পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। এই জাহাজে ডাইনিং এর ব্যবস্থা আছে। ভাড়ার তালিকা নিচে
দেয়া হলো।
মেইন ডেক (এক্সক্লুসিভ লাউঞ্জ) |
১১,০০/- |
আপার ডেক (কোরাল লাউঞ্জ) |
১,৩০০/- |
আপার ডেক (পার্ল লাউঞ্জ) |
১,৬০০/- |
এমভি বে ক্রুজ-১
এমভি বে ক্রুজ-১ বেশ দ্রুতগতির জাহাজ। এসি এই
জাহাজটির টিকেটের মূল্য তুলনামূলক ভাবে বেশি। ভাড়ার তালিকা নিচে দেয়া হলো।
রজনীগন্ধা |
১,৬০০/- |
হাসনাহেনা |
১,৭০০/- |
কৃষ্ণচুড়া |
১,৯০০/- |
হটলাইন
ফোন: ০১৯৭১-৫৯১১২৭
ঢাকা অফিস
ফোন: ০১৮২৭-১৬৭৮১৭ ,০১৭৭৬-২৮৪৬০১
কক্সবাজার অফিস
ফোন: ০১৭৭৯-১৮১৮৭২,
০১৯৪৪-৭৯৭৫২৮
আটলান্টিক ক্রজ
আটলান্টিক ক্রজ এর পূর্বের নাম ছিল কুতুবদিয়া।
এসি/নন এসি এই জাহাজটির তুলনামূলক ভাবে বেশ বড়। ভাড়ার তালিকা নিচে দেয়া হলো।
ইকোনমি ডেক |
৭৫০/- |
ওপেন ডেক |
৮৫০/- |
রয়েল লাউঞ্জ |
১,০৫০/- |
লাক্সারি লাউঞ্জ |
১,৩৫০/- |
যোগাযোগ
চৌধুরী গ্রূপ
৫৫/বি নোয়াখালী টাওয়ার, লেভেল ১৪
পুরাতন পল্টন, ঢাকা
ফোন: ০১৭১৪-৬৩৪৭৬২
এম ভি ফারহান
এম ভি ফারহান বেশ পরিচিত এক নাম। নন এসি এই
জাহাজটি বেশ দ্রুত গতিতে যায়। ভাড়ার তালিকা নিচে দেয়া হলো।
মেইন ডেক |
৯০০/- |
ওপেন ডেক |
১০০০/- |
বিজনেস ক্লাস |
১২০০/- |
কিভাবে জাহাজের টিকেট কাটবেন
টেকনাফের জাহাজ ঘটে প্রতিটি জাহাজের টিকেট
কাউন্টার আছে। সেখান থেকে সহজেই টিকেট কাটা যায়। তবে পিক সিজনে,
বিশেষ করে ছুটির দিনে মানুষের ভীড় অনেক বেশি থাকে। তাই আগে থেকে
টিকেট কেটে নিলে সব থেকে ভালো হয়। বর্তমানে কেয়ারি সিন্দাবাদ জাহাজ ছাড়া অন্য কোনো
জাহাজের অনলাইনে টিকেট কাটার ব্যবস্থা নাই। তবে অফিসে গিয়ে অগ্রিম টিকেট কেটে নিতে
পারেন। এছাড়া বিভিন্ন এজেন্টদের কাছ থেকেও অগ্রিম টিকেট নিতে পারেন।
ট্রলারে সেন্টমার্টিন
টেকনাফ নামাবাজার ব্রিজ বা জেটি ঘাট থেকে
ট্রলার, স্পিডবোট এবং মালবাহী ট্রলার ছাড়ে। পিক
সিজনের সময় জাহাজ ঘাট থেকেও ট্রলার ছাড়ে। ট্রলারে সাধারণত ১৫০/৩৫০ টাকা ভাড়া নেয়।
তবে এই ভাড়া সিজন এবং যাত্রীর সংখ্যার উপর নির্ভর করে কম বেশি হয়। ট্রলারে টেকনাফ
থেকে সেন্টমার্টিন যেতে প্রায় ৩ ঘন্টার মতো সময় লাগে। তবে এ সমস্ত ট্রলারে
নিরাপত্তার জন্য তেমন কোনো ব্যবস্থা থাকেনা। তাই একান্তই নিরুপায় না হলে ট্রলারে
না যাওয়াই ভালো।
জাহাজের টিকেট কাটার সামর্থ থাকলে জাহাজে করেই
সেন্টমার্টিন যাওয়া উত্তম। আর জাহাজগুলো তুলনামূলক নিরাপদ। তবে সাথে মহিলা ও
বাচ্চা না থাকলে এবং এডভেঞ্চার প্রিয় হলে ট্রলারে চেষ্টা করতে পারেন। আপনার ভ্রমণ
সুন্দর এবং আরামদায়ক হউক।
0 Comments