Random Posts

ফয়েজ লেক ভ্রমন গাইড , ফয়'স লেক চট্টগ্রাম | Adventure at Foy's Lake । Foys lake Sea World Chittagong Bangladesh

ফয়েজ লেক ভ্রমন গাইড

চট্টগ্রামের পাহাড়তলী এলাকার প্রকৃতির মাঝে অনন্য সুন্দর একটি পর্যটন কেন্দ্র ফয়’স লেক। ছোট ছোট পাহাড় আর টিলার বাঁকে বাঁকে বিস্তৃত এই পর্যটন কেন্দ্র।

ফয়’স লেকের পাহাড়ের উপরে উঠার পরে কিছুটা সময় নিস্তব্দ হয়ে যাবেন লেকের সোন্দর্জ দেখে । প্রতি ১ ঘণ্টা পর পর এখান থেকে বোট ছাড়ে ভাড়া নেয় ১০০ টাকা করে জন প্রতি । ফয়েজ লেকে বোট ভ্রমণ ছিল মনে রাখার মত উপরে খোলা আকাশ চারিদিকে নীল জল রাশি আর দ্বিপের মত ভেসে থাকা পাহাড় । এই সব পাহাড়ের আছে সংরক্ষিত বন, সে বনে খেলা করে চিত্রা হরিণ, খরগোশ বানর সহ আরো কিছু বন্যপ্রাণী। আর ফয়েয লেকের ওয়াচ টাওয়ার দেখার মত যায়গা সেখান থেকে পাহাড়, লেক, চট্টগ্রাম শহর সব কিছু সুন্দর ভাবে অবলোকন করা যায় প্রকৃতির মাঝে নির্জনতায় অবকাশ যাপনের জন্য ফয়’স লেকে আছে বেশ কিছু রিসোর্ট। নির্জনতায় সময় কাটানোর জন্য আদর্শ জায়গা এসব রিসোর্ট। মধুচন্দ্রিমার জন্যও এখানকার রিসোর্ট বেশ আকর্ষণীয় জায়গা।

খরচাপাতিঃ
ফয়’স লেকের প্রবেশ + সি ওয়ার্ল্ডে যাওয়া আসা + সি ওয়ার্ল্ডের ওয়াটার কিংডম এর সব রাইড প্যাকেজ ৫৫০ টাকা।
দুপুরের খাবার সহ প্যাকেজ ৮৫০ টাকা যোগাযোগঃ 01922120714 , ০৩১-২৫৬৬০৮০।
ফয়েজ লেক রিসোর্টের ভাড়া ৩০০০- ২৫০০০ টাকা ।

ফয়েজ লেক সম্পর্কে জানতে এবং ফয়েজ লেকে রিসোর্ট বুকিং করতে এই সাইটে বিস্তারিত আছে ভিসিট করুন - https://foyslake.com/

ফয়েজ লেক ফেইসবুক পেজ - https://www.facebook.com/foyslakeresort/

ফয়েজ লেকে কীভাবে যাবেনঃ
ঢাকা থেকে সড়ক, রেল ও আকাশ পথে যেতে পারেন চট্টগ্রাম শহরে। ঢাকা টু চট্টগ্রাম নন এসি বাস ভাড়া ৪৮০ টাকা ।
অন্যদিকে এসি বাসের জনপ্রতি ভাড়া ৮০০-১৩০০ টাকা। ঢাকার বাসগুলো সাধারণত শহরে প্রবেশ করে ফয়’স লেকের সামনের সড়ক থেকেই।

ঢাকা টু চট্টগ্রাম ট্রেনের  ভাড়া ২৮৫ - ১১৭৯ টাকা । রেল পথে গেলে আপনাকে চট্টগ্রাম স্টেশনরোড নামিয়ে দিবে সেখান থেকে ৪ নাম্বার বাসে করে চলে যেতে পারবেন ফয়’স লেকে ।

এছাড়া চট্টগ্রাম শহরের যে কোনো জায়গা থেকে খুব সহজেই ফয়’স লেক যাওয়া যায়।

ফয়েজ লেক নিয়ে আমাদের বানানো ভিডিওঃ


ফয়েজ লেক সি-ওয়ার্ল্ড নিয়ে আমাদের বানানো ভিডিওঃ




TAGS
foys lake foys lake bangladesh foys lake bd foys lake amusement park sea world foys lake sea world water park foys lake resort foys lake ticket price nice lake with a waterpark foys lake park foys lake sea world amusement park in chittagong sea world resort chittagong water park in chittagong nice lake water park ফয়েজ লেক foy’s lake resort-chittagong-bangladesh how to go foys lake foys lake concord sea world





Post a Comment

0 Comments