হাজারিখিল বন্যপ্রাণী অভয়ারণ্য , ১ দিনের ট্যুর প্ল্যান
হাজারিখিল বন্যপ্রাণ অভয়ারণ্য (Hajarikhil Wildlife Sanctuary) বাংলাদেশের চট্টগ্রাম জেলায় ফটিক ছড়িতে অবস্থিত একটি বন্যপ্রাণী অভয়ারণ্য। ২০১০ সালের ৬ এপ্রিল এটি প্রতিষ্ঠিত হয়। ১১৭৭.হেক্টর জমি নিয়ে এই বন্যপ্রাণ অভয়ারণ্যটি গঠিত
যা দেখবেনঃ ১। চা বাগান ২। তিন ঘণ্টার ঝিরিপথ ৩। ঝর্না ৪। ঝর্নার পাশ দিয়ে ৮৫ ডিগ্রী খাড়া পাহাড় (বর্ষার সময়ে উঠার প্রচেষ্টা না করাই ভালো) ৫। সারি সারি ১০০০ ফুট উচ্চতার কাছাকাছি পাহাড় (সব থেকে উঁচু পাহাড় থেকে সমুদ্র দেখা যায়) ৬। ট্রি একটিভিটি / ট্রি এডভেঞ্চারযেভাবে যাবেনঃ ঢাকা =চট্টগ্রাম অক্সিজেন মোড় চট্টগ্রাম অক্সিজেন মোড়=ফটিকছড়ি ফটিকছড়ি = সিএনজিতে করে হাজারিখিল গেম লাইফ স্যাংচুয়ারি। চট্টগ্রাম থেকে যেভাবে যাবেনঃ অক্সিজেন -ফটিকছড়ি বিবিরহাট। বাসের ভাড়া ৪০ টাকা,বিবিরহাট-হাজারিখিল ৩৫ টাকা। আর একটি কথা,গাইড কে বেশি থেকে বেশি ৪০০ টাকা দিবেন তার বেশি দেবেন না। দুপুরের খাবার ১৩০ টাকার প্যাকেজ ডাল+ আলু ভর্তা + মুরগি ওয়ার্ডার করে যাবেন হাজারিখিল এর গেটের হোটেলে। তাহলে ট্রেইল থেকে ফিরেই খেতে পারবেন
Vlog Tag: Tree Adventure,tree activity,Hazari Khil,hajari khil chittagong,hajari khil Trail,hajari khil forest Travel hajari khil chittagong,Travel hajari khil,fatickchari chittagong,Advanture Bangladesh,jaflong,lalakhal,ratargul,Bisanakandi,explore bangladesh,discovery bangladesh,হাজারিখিল অভয়ারণ্য,ফটিকছড়ি,চট্টগ্রাম,Hazarikhil Wildlife Sanctuary,Hazarikhil Trail,fatikchari,Chittagong
0 Comments