কোলকাতা ভ্রমণ গাইড
বাস ও ট্রেনে যেভাবে যাবেনঃ
বাস অথবা ট্রেনে প্রথমে আপনাকে বেনাপোল যেতে হবে। কিছু কিছু বাস যেমন গ্রীন লাইন, সৌহার্দ্য, শ্যামলী ইত্যাদি সরাসরি কলকাতা পর্যন্ত সার্ভিস দেয়। আপনি চাইলে এগুলোতেও যেতে পারেন। তো যাই হোক বেনাপোল নামার পর আপনাকে বর্ডার পার হতে হবে। বর্ডার পার হওয়ার পর কলকাতা চলে যাবেন।
বিমানে যেভাবে কোলকাতা যাবেন:
বিমান বাংলাদেশ এয়ার লাইন্স:- ঢাকা থেকে কোলকাতা পর্যন্ত প্রতিদিন ২টি ও সপ্তাহে ১২ টি ফ্লাইট পাবেন । ভাড়া ইকোনমি ৭৩০০ টাকা থেকে শুরু , বিজনেস ১৬০৪৪ টাকা ।
-কোলকাতা থেকে ঢাকা প্রতিদিন ২ টি এবং সপ্তাহে ১২ টি ফ্লাইট পাবেন ভাড়া ৫৬০০ ইন্ডিয়ান রুপি থেকে শুরু ।
নভোএয়ারে কোলকাতাঃ
-ঢাকা থেকে কোলকাতা পর্যন্ত প্রতিদিন ২ টা ও সপ্তাহে ১৪ টি ফ্লাইট পাবেন , ভাড়া ৬০০০ টাকা থেকে শুরু
-কোলকাতা থেকে ঢাকা পর্যন্ত প্রতিদিন ২ টা ও সপ্তাহে ১৪ টি ফ্লাইট পাবেন, ভাড়া ৫২০০ ইন্ডিয়ান রুপি থেকে শুরু
রিজেন্ট এয়ারওয়েজে কোলকাতাঃ
- ঢাকা থেকে কোলকাতা প্রতিদিন ১ টা ও সপ্তাহে ৭ টি ফ্লাইট ভাড়াঃ ভাড়াঃ- ৫৬০০ টাকা থেকে শুরু
- কোলকাতা থেকে ঢাকা প্রতিদিন ১ টা ও সপ্তাহে ৭ টি ফ্লাইট , ভাড়াঃ- ৫১০০ ইন্ডিয়ান রুপি থেকে শুরু
ইউ এস বাংলা এয়ারলাইন্সে কোলকাতাঃ
-ঢাকা থেকে কোলকাতা প্রতিদিন ১ টা ও সপ্তাহে ৭ টি ফ্লাইট ভাড়াঃ- ৫৬০০ টাকা থেকে শুরু ।
-কোলকাতা থেকে ঢাকা প্রতিদিন ১ টা ও সপ্তাহে ৭ টি ফ্লাইট ভাড়াঃ- ৫৭০০ টাকা থেকে শুরু
বিমানের টিকিট যেখানে পাবেনঃবিমানের টিকিট বুকিং এর জন্য ওয়েবসাইটটি জনপ্রিয় ওয়েবসাইটের এড্রেস দেয়া হলো www.flyticket.com.bd । এই সাইট থেকে আপনি খুব সহজেই যেকোনো বিমান টিকিট কিনতে পারবেন।
ঢাকা ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সকাল ৮:১০ মিনিটে ছাড়ে আর কলকাতা পৌঁছাবে সন্ধ্যা ৭ টার দিকে । আর টিকিট কাটতে হয় কমলাপুর রেল স্টেশনে গিয়ে। কলকাতা ট্রেনের টিকিট ঢাকা ছাড়া আর কোথাও বিক্রি করে না। সকাল ৯ টা থেকে রাত ৭ টা পর্যন্ত কমলাপুর রেল স্টেশন থেকে টিকিট পাবেন। আর ৩০ দিন আগ পর্যন্ত অগ্রিম টিকিট নিতে পারবেন তবে যাবার মিনিমাম এক সপ্তাহ আগে টিকেট না নিলে টিকিট পাবেন বলে মনে হয় না কারণ প্রচন্ড চাপ থাকে। কমলাপুর রেল স্টেশন থেকে ২০% রিটার্ন টিকিট কাটা যায় সেক্ষেত্রে আপনার ভাগ্য ভালো থাকলে পেতেও পারেন আর বাকি ৮০% টিকিট কলকাতা কাউন্টার থেকে দিয়ে থাকে।
মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সূচী :
ঢাকা থেকে কলকাতা পর্যন্ত শুক্রবার, শনিবার, রবিবার এবং বুধবার মৈত্রী ট্রেন পাবেন ।
ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ছাড়ে সকাল ০৮:১৫ টা । দর্শনা পৌঁছায় দুপুর ১৩:৪০ টায়, গেদে পৌঁছায় : দুপুর ১৩:৪০ টায়, কলকাতা পৌঁছায় বিকেল ৪ টায়
কলকাতা থেকে ঢাকা শনিবার, সোমবার, মঙ্গলবার এবং শুক্রবার মৈত্রী ট্রেন পাবেন ।
কলকাতা থেকে ছাড়ে সকাল ৭:১০ টায় , গেদে পৌঁছায় সকাল ০৯:২৫ টায়, দর্শনা পৌঁছায় সকাল ১০:১০ টায়, ঢাকা ক্যান্টনমেন্ট পৌঁছায় বিকেল ১৬:০৫ টায়
মৈত্রী ট্রেনের ভাড়া -
এসি কেবিন : ৩০ ডলার, রেলওয়ের ভাড়া ট্রাভেল ট্যাক্স সহ ২৫২২ + ৩৭৮ + ৫৪০ = ৩৪৪০ টাকা।
এসি চেয়ার: ২০ ডলার, রেলওয়ের ভাড়া ট্রাভেল ট্যাক্স সহ ১৭৪৮ + ২৫২ + ৫৪০ = ২৫৪০ টাকা।
১ থেকে ৫ বছরের বয়সী শিশুদের জন্য ৫০% ডিস্কাউন্ট পাবেন পাসপোর্ট অনুসারে বয়স ধরা হয়ে থাকে। এখানে ডলার হিসেবে ভাড়া দেখানো হয়েছে ডলারের রেট চেঞ্জ হতে পারে তবে সেটা সামান্য পরিমাণ কম বেশি হয়। একজন পূর্ণবয়স্ক ব্যক্তি ৩০ কেজি পর্যন্ত ফ্রি নিতে পারবেন , আর শিশুদের ক্ষেত্রে ২০ কেজি পর্যন্ত ফ্রি নিতে পারবেন। ওজন ৩১ কেজি থেকে ৫০ কেজি হলে প্রতি কেজিতে ২ ডলার করে এক্সট্রা ফি দিতে হবে । ওজন ৫০ কেজির উপরে হলে প্রতি কেজিতে ১০ ডলার করে দিতে হবে।
বাসের ভাড়া
ঢাকা টু কলকাতা সরাসরি কিছু বাস যাওয়া আসা করে যেমন শ্যামলি পরিবহণ, গ্রীন লাইন ইত্যাদি। আবার কিছু বাস শুধু ঢাকা টু বেনাপোল বর্ডার পর্যন্ত জাওয়া আসা করে।
বেনাপোল থেকে নিজের বর্ডার পার হয়ে ভেংগে কলকাতা/হাওড়া/শিয়ালদাহ যেতে হবে যদি ঢাকা টু বেনাপোল পর্যন্ত যান। বেনাপোল বর্ডার থেকে কলকাতা যেতে মাত্র ৩ ঘন্টার মত সময় লাগে।
ঢাকা টু কলকাতা বাস ভাড়া
বাসের নাম: রয়েল
কোচ
নন এসি বাস ছাড়ে রাত ৯ টা ৩০ মিনিটে, কলকাতা পৌঁছায় সকাল ১০ টায় , ছাড়ার স্থান: আরামবাগ, ঢাকা , ভাড়া ৯০০ টাকা প্রতি সিট । সেইম টাইমে এসি
বাস ও ছাড়ে ভাড়া ১৪০০ থেকে ১৬০০ টাকা ।
বাসের নাম: সৌদিয়া
এয়ার কন
এসি বাস ছাড়ে রাত ১০ টা ১৫ মিনিটে কলকাতা
পৌঁছায় সকাল ১০ টায় ,
ছাড়ার স্থান: আরামবাগ,ঢাকা , ভাড়া ১৬৫০
টাকা
বাসের নাম: সোহাগ
পরিবহন
এসি এলিট ক্লাস , ছাড়ে সকাল ৬ টা ৩০ মিনিটে , কলকাতা পৌঁছাবে বিকেল ৩ টায় , ছাড়ার স্থান মালিবাগ,
কল্যাণপুর এবং গাবতলি , ভাড়া: ১৮২০ টাকা । এছাড়া সোহাগ পরিবহনের নন
এসি বাস ছাড়ে জনসন রোড, আরামবাগ থেকে , ভাড়া: ৮২৬ টাকা
বাসের নাম: শ্যামলি
পরিবহন
এসি বাস ছাড়ে সকাল ১১ টায় , ভাড়া: ১৪০০ টাকা
0 Comments