১ দিনে বরিশাল ভ্রমন(ভিমরুলি ভাসমান বাজার,গুঠিয়া মসজিদ,দুর্গাসাগর দিঘী,ভাসমান পেয়ারা বাগান )
বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর জেলার সীমান্তবর্তী কিছু এলাকা নিয়ে ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার বাগানের অবস্তান। আটঘর, কুড়িয়ানা, ডুমুরিয়া, বেতরা, ডালুহার, সদর এলাকার প্রায় ২৪ হাজার একর জমিতে পেয়ারার চাষ হয়। এখন আমড়া বাগানও করছেন অনেকে। পেয়ারার উৎপাদন বেশি হয় জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত। বর্ষাকালেই মূলত উৎপাদন বেশি। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পেয়ারা ও আমড়া কেনার জন্য পাইকারেরা এই বাজারে আসেন তবে সাম্প্রতিক সময়ে দেশি বিদেশি অনেক পর্যটক আসেন এই ভাসমান বাজার ঘুরে দেখার জন্য। পেয়ারার দাম কম-বেশি হয়। ফুল সিজনে প্রতি মন পেয়ারা ৩০০-৪০০ টাকায় বিক্রয়য় হয় । এবং অন্যান্য সময়ে ৭০০-১৬০০ টাকা পর্যন্ত হয়।ভিমরুলিতে প্রতিদিন পেয়ারা বাজার বসে। প্রতি বছরের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মৌসুমে কয়েকশ কোটি টাকার পেয়ারা উৎপাদন ও কেনাবেচা হয়
ট্যুর প্লান ১ দিন ২ রাতঃ
১ - ভিমরুলি ভাসমান পেয়ারার বাজার
২ - ভাসমান নৌকার বাজার
৩ - গুটিয়া মসজিদ
৪ - দুর্গাসাগর দীঘি
যাওয়ার উপায়ঃ
ভিমরুলি ভাসমান বাজার যেতে বেশির ভাগ পর্যটক ঢাকা হতে বরিশাল গিয়ে মাহিন্দ্রা রিজার্ভ করে বানারি পাড়া যায় এতে যেমন সময় অপচয় হয় তেমনি খরচও বেশি হয় । কিন্ত আমরা আপনাদেরকে এমন একটি রুটের কথা বলবো জেটা ইউজ করলে আপনার সময় এবং খরচ ২ টাই বেঁচে যাবে । ঢাকা থেকে এম ভি ফারহান ১০ এবং অগ্রদূত প্লাস এই ২ টি লঞ্চ যথাক্রমে সন্ধ্যা ৬ঃ৩০ মিনিটে এবং ৭ টায় বানারিপাড়া এবং স্বরূপকাঠির উদ্দেশ্য রাওনা দেয় । সবাই বানারিপাড়া হয়ে এইসব স্পটে গেলেও আমাদের উদ্দেশ্য ছিলো স্বরূপকাঠি নামা কারন স্বরূপকাঠি থেকে ভিমরুলি ভাসমান বাজার খুব কাছে আর ট্রলার ভাড়াও খুব কম ।
সরকারী ছুটির দিনে লঞ্ছে বেশি চাপ থাকার কারণে আমরা সোমবার সন্ধ্যায় স্বরূপকাঠির উদ্দেশ্য রাওনা দেই । খুব সহজেই আমরা কেবিন পেয়ে যাই। এই লঞ্চে সিঙ্গেল কেবিনের ভাড়া ১০০০ টাকা এবং ডাবল কেবিনের ভাড়া ১৮০০ টাকা ।পরের দিন সকাল ৫ টায় আমরা স্বরূপকাঠি পৌঁছে গেলাম স্বরূপকাঠি লঞ্চ ঘাঁটেই রিজার্ভ ট্রলার পাওয়া যায় । ট্রলার রিজার্ভ ভাড়া - ৯০০ টাকা । পেয়ারা পার্কে এন্ট্রি ফি - ৩০ টাকা, ছোট নৌকা দিয়ে পেয়ারা বাগানে ঘুরা এবং পেয়ারা পেড়ে নিয়ে আসা - ৪০০ টাকা ।
সাহ জামাল মাঝিঃ 01750373133
Vlog Tag:
আটঘর,কুরিয়ানা,স্বরূপকাঠি,vimruli,floating market,peyara bajar,shorupkathi,floating market bangladesh,borishal floating market,barishal,barishal peyara bajar,guthiya,gutiya moshjid,gutiya mosque,guthia,mosque,durgashagor,durgashagor dighi,durgasagor dighi,explore bangladesh barishal,Atghor,Kuriana,Barishal
0 Comments