গুলিয়াখালি সমুদ্র সৈকত ভ্রমণ গাইড , ১ দিনের ট্যুর প্ল্যান
![]() |
ছবিঃ গুলিয়াখালী সমুদ্র সৈকত (Guliakhali Sea Beach) |
গুলিয়াখালী সমুদ্র সৈকত (Guliakhali Sea Beach) চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত একটি অনিন্দ্য সুন্দর সমুদ্র সৈকত । চট্টগ্রামের মানুষের কাছে এই সৈকত মুরাদপুর সি বীচ নামেও সুপরিচিত। একদিকে দিগন্তজোড়া সাগরের জলরাশি আর অন্য দিকে কেওড়া বন এই সমুদ্র সৈকতকে করেছে অনন্য। সুন্দরবনের মত এখানকার বনের মাঝ দিয়ে বয়ে যাওয়া খালের চারিদিকে কেওড়া গাছের শ্বাসমূল লক্ষ করা যায় । এই বনে পাওয়া যাবে ম্যানগ্রোভ বনের মত পরিবেশ। সৈকতটির অনেকাংশ জুড়ে রয়েছে
ম্যানগ্রোভ বন। বনের মধ্য দিয়ে বয়ে যাওয়া
খালের পাশে কেওড়াগাছের শ্বাসমূল দেখা যায়।
গুলিয়াখালি সমুদ্র সৈকতকে ভিন্নতা দিয়েছে সবুজ গালিচার মত সবুজ ঘাসের ডিবি । সৈকতের পাশে সবুজ ঘাসের বিছানা নিশ্চিতভাবেই আপনার চোখ জুড়াবে। সৈকতের পাশে সবুজ ঘাসের ফাঁকে প্রাকৃতিক ভাবেই জেগে উঠেছে অসংখ্য আঁকা বাঁকা নালা মাটির মাঝ দিয়ে খালের মতো এঁকেবেঁকে ঢুকে গেছে সমুদ্রে এবং সবুজ ঘাসের ফাঁকে
স্রোতের জল ঢুকে পড়া বিচটি মুগ্ধ করে সবাইকে। । জোয়ারের সময় এইসব নালা জোয়ারের পানিতে ভরে উঠে এই দৃশ্য যে কাউকে মুগ্ধ করবে।
কবিতার মতই অপরূপ গুলিয়াখালী সৈকতের সোনালি গোধূলি। কেওড়া গাছের বাগান। ছোট লাল কাকঁড়ার ছোটাছুটি ছাড়া খুব নীরব এই চর। সময় পেলে আপনিও ঘুরে আসুন এই মায়াবী সমুদ্র সৈকতে
বিচের অদূরেই দেখা মিলবে ছোট ছোট মাছ ধরার ট্রলারের । কিছু টাকা দিয়ে এইসব নৌকা ভাড়া করে ঘুরে দেখতে পারবেন খালসংলগ্ন ম্যানগ্রোভ বন । নৌকায় চড়ে ম্যানগ্রোভ বনের মাঝখান দিয়ে ঘুরার সময় মনে হবে যেন আপনি সুন্দরবনে অবস্তান করছেন। চাইলে নৌকা খাল থেকে সমুদ্রের খানিকটা ভেতরেও ঘুরিয়ে নিয়ে আসবে ।
বাস যোগে ঢাকা থেকে শিতাকুন্ডঃ
যেহেতু এই বীচ সীতাকুণ্ডে তাই দেশের যে কোন প্রান্ত থেকে প্রথমে আসতে হবে সীতাকুণ্ডে। ঢাকা থেকে শিতাকুন্ড নন এসি বাসের ভাড়া ৪৮০ টাকা,এসি বাস ভাড়া ৮০০ – ১৩০০ টাকা।
ট্রেন যোগে ঢাকা থেকে শিতাকুন্ডঃ
ঢাকা থেকে সীতাকুণ্ডে কোন ভালো মানের ট্রেন দাঁড়ায় না । ঢাকা থেকে সীতাকুন্ড মেইল ট্রেনে জনপ্রতি ১২০ টাকা ভাড়ায় সীতাকুণ্ড আসতে পারেন। মেইল ট্রেনে সিট পাওয়া যায় না বিধায় ঢাকা থেকে আন্তঃনগর ট্রেনে ফেনী গিয়ে ফেনী মহিপাল থেকে চট্টগ্রাম গামী বাস ধরে সীতাকুণ্ড যেতে পারেন । ঢাকা থেকে আন্তঃনগর ট্রেনে করে ফেনী যেতে পারবেন, শ্রেনী ভেদে ভাড়া ২৬৫-৮০০ টাকা। ফেনী থেকে লোকাল বাসে সীতাকুণ্ড যেতে ৫০ থেকে ৭০ টাকা ভাড়া লাগে।
চট্রগ্রাম
থেকে সীতাকুণ্ডঃ
চট্রগ্রামের অলংকার মোড়, এঁকে খান মোড়, কদমতলী থেকে ফেনী গামী বাসে চড়ে সীতাকুণ্ড যেতে পারেন । বাসের মান ভেদে ভাঁড়া ৪০-৮০ টাকা নিবে । তাছাড়া সিএনজি,প্রাইভেট কার এবং মেক্সি নিয়েও সীতাকুণ্ড যেতে পারবেন। সীতাকুণ্ড বাস স্ট্যান্ড পর্যন্ত সিএনজি ভাঁড়া ২৫০-৩০০ টাকা নিবে।
সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে গুলিয়াখালিঃ
সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে গুলিয়াখালি সি বীচের দূরত্ব মাত্র ৫ কিলোমিটার। ঢাকা চট্টগ্রাম হাইওয়ের বাঁ পাশ দিয়ে একটু নিচে নামলেই সিএনজি পাবেন। গুলিয়াখালি সি-বিচ পর্যন্ত জনপ্রতি ৩০ টাকা ভাড়া নিবে। আর সিএনজি রিজার্ভ নিলে ১৫০ টাকা দিতে হবে।ভাড়ার পরিমাণ অবশ্যই দরদাম করে ঠিক করবেন। বেড়িবাঁধ এসে সিএনজি আপনাকে নামিয়ে দেবে। বেড়িবাঁধ থেকে সাগরের বুকে ঘুরতে চাইলে এখানকার জেলেদের নৌকায় চড়তে পারেন। মোটামুটি কম টাকায় ঘুরতে পারবেন। আবার চাইলে হেঁটেও সমুদ্র পর্যন্ত যেতে পারবেন । সর্বোচ্চ ১০-১৫ মিনিট লাগবে। বিকালে গেলে যাওয়া আসা সহ সিএনজি রিজার্ভ করে নিতে পারেন। সন্ধ্যা হয়ে গেলে অনেক সময় ফিরে আসার সময় সিএনজি পাওয়া যায় না।
কোথায় খাবেনঃ
এখানে খাবারের কোনো সুব্যবস্থা নেই। শুধু চা, বিস্কুটের ভ্রাম্যমাণ, দোকান
পাবেন । সুতরাং খাওয়ার জন্য সীতাকুণ্ড বাজারে ফিরে আসতে হবে । সীতাকুণ্ড বাজারে আল-আমিন হোটেলে ভালো মানের খাবার পাবেন ।
কোথায় থাকবেনঃ
থাকতে চাইলে সীতাকুণ্ড বাজারে সাইমুন এবং সৌদিয়া হোটেলে থাকতে পারবেন। সাইমুনে ৬০০ টাকায় রুম পাবেন আর সৌদিয়ায় রুম পেতে আপনাকে গুনতে হবে ৬০০ থেকে ১৬০০ টাকা। বুকিং দিতে ফোন করতে পারেন 01991-787979, 01816-518119 নাম্বারে। আরো ভালো কোথাও থাকতে চাইলে আপনাকে চট্রগ্রাম চলে যেতে হবে।
ভ্রমণ পরিকল্পনাঃ
গুলিয়াখালীর আশেপাশে ভ্রমণ স্থান গুলোর মধ্যে আছে, বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত, সীতাকুণ্ড ইকো পার্ক, চন্দ্রনাথ মন্দির ও পাহাড়,খৈয়াছড়া ঝর্ণা, নাপিত্তাছড়া ঝর্ণা, সহস্রধারা ঝর্ণা, ঝরঝরি ঝর্না,বোয়ালিয়া ঝর্ণা, কমলদহ ঝর্ণা,হরিণ মারা ঝর্ণা,মধুখইয়া ট্রেইল, বাড়বকুন্ড ট্রেইল,কুমিরাকুণ্ড, কুমিরা সন্দ্বীপ ঘাট, মহামায়া লেক ইত্যাদি। আপনার সময় ও চাহিদা অনুযায়ী সাজিয়ে নিতে পারেন আপনার ভ্রমণ পরিকল্পনা।
ট্র্যাভেল বাংলাদেশ টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে সঠিক তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের মেইল করুন chsaiful@gmail.com। আমরা ঠিক করে নিবো । দৃষ্টি আকর্ষণ : আমাদের পর্যটন স্পট গুলো আমাদের দেশের পরিচয় বহন করে এবং এইসব পর্যটন স্পট গুলো আমাদের দেশের সম্পদ। এইসব স্থানের প্রাকৃতিক কিংবা সৌন্দর্য্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। আর ভ্রমনে গেলে কোথাও ময়লা ফেলবেন না । দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের। |
Vlog Tag:#গুলিয়াখালি_সীতাকুণ্ড#guliakhali_beach,#guliyakhali_sea_beach,গুলিয়াখালি সী বিচ,গুলিয়াখালি,guliakhali sea beach,guliakhali,গুলিয়াখালি সমুদ্রসৈকত,sea beach in chittagong,shitakundo,guliyakhali sea beach,গুলিয়াখালী সমুদ্রসৈকত,sea beach in sitakundo,গোলিয়াখালি সমুদ্রসৈকত,guliakhali beach,guliakhali sea beach shitakundo,shitakundo guliakhali sea beach,jeliakhali beach,jeliakhali sea beach
0 Comments