Random Posts

রাতারগুল সোয়াম্প ফরেষ্ট ভ্রমণ গাইড , সিলেট , বাংলাদেশ । Ratargul Swamp Forest Travel Guidelines , Sylhet , Bangladesh

 রাতারগুল সোয়াম্প ফরেষ্ট ভ্রমণ গাইড , ১ দিনের ট্যুর প্ল্যান

রাতারগুল জলাবন / রাতারগুল সোয়াম্প ফরেস্ট (Ratargul Swamp Forest) বাংলাদেশের একমাত্র মিঠাপানির জলাবন (সোয়াম্প ফরেস্ট) এবং বন্যপ্রাণী অভয়ারণ্য । এটি সিলেটের সীমান্তর্বতী উপজেলা গোয়াইন ঘাটের ফতেহপুর ইউনিয়নে অবস্থিত । সিলেট শহর থেকে রাতারগুল সোয়াম্প ফরেস্টের দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার। রাতারগুলের আয়তন ৩,৩২৫.৬১ একর, এবং এর মধ্যে ৫০৪ একর বনকে ১৯৭৩ সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়।

সারা পৃথিবীতে স্বাদুপানির জলাবন আছে মাত্র ২২টি। এর মধ্য ভারতীয় উপমহাদেশে আছে  মাত্র দুটি।  একটি শ্রীলংকায়, আমাদের ভাগ্য খুবই ভালো আরেকটি বাংলাদেশের রাতারগুল। বাংলার অ্যামাজন' নামেও পরিচিতি পেয়েছে রাতারগুল , কারন সুন্দর বিশাল এ বনের তুলনা চলে একমাত্র আমাজনের সঙ্গে। আমাজনের মতো এখানকার গাছ বছরে ৪ থেকে ৬ মাস পানির নিচে থাকে। বর্ষার সময় জলে ডুবে থাকা এই বন দেখার জন্য সারা দেশ থেকে প্রচুর পর্যটকের ভিড় জমে । 

এই বন মূলত প্রাকৃতিক বন হলেও পরবর্তিতে বাংলাদেশ বন বিভাগ, বেত, কদম, হিজল, মুর্তাসহ নানা জাতের জলসহিষ্ণু গাছ লাগিয়েছে। এছাড়া জলমগ্ন এই বনে রয়েছে হিজল, করচ আর বরুণ গাছ, আছে পিঠালি, অর্জুন, ছাতিম গাছ ইত্যাদি ।
এই বনে সাঁপের আবাস অনেক বেশি। এছাড়া রয়েছে বানর, গুঁইসাপ, সাদা বক, মাছরাঙ্গা, টিয়া, বুলবুলি, পানকৌড়ি, ঘুঘু, চিল এবং বাজপাখি ইত্যাদি রয়েছে।

 

রাতারগুল যেভাবে যাবেনঃ

রাতারগুল যাওয়ার জন্য ঢাকা থেকে প্রথমে যেতে হবে সিলেট শহর । সড়ক, রেল ও আকাশ পথে ঢাকা থেকে সরাসরি সিলেট আসতে পারেন।

 

বাস যোগে সিলেটঃ  

ঢাকা থেকে সিলেটের দূরত্ব ২৪৩ কিঃ মিঃ । ঢাকার গাবতলী,ফকিরাপুল,মহাখালী এবং সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে  সিলেটের উদ্দেশ্যে বেশ কয়েকটি বাস ছেড়ে যায়  ৷ বাস গুলো সকাল থেকে রাত ১২.৪৫ পর্যন্ত নির্দিষ্ট সময় পরপর  সিলেটের উদ্দেশ্য ছেড়ে যায় ৷ ঢাকা সিলেট রুটে সৌদিয়া, এস আলম পরিবহন, গ্রীন লাইন পরিবহন, শ্যামলী পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, ইউনিক সার্ভিস, এবং এনা পরিবহনের বাস চলাচল করে । এনা পরিবহনের বাসগুলো মহাখালী থেকে ছেড়ে উত্তরা, টঙ্গী ঘোড়াশাল হয়ে সিলেট যায় । এসি বাসের ভাড়া ৮০০ থেকে ১১০০ টাকা । নন এসি বাসের  ভাড়া ৪৭০ থেকে ৫০০ টাকা। 

বাস আপনাকে সিলেটের কদমতলী,হুমায়ন চত্বর অথবা আম্বরখানা বাস স্ট্যান্ডে নামিয়ে দিবে সেখানেই সিনজি রিজার্ভ করে ফেলবেন । যদি সিনজি না পান তবে আম্বরখানা বাস স্ট্যান্ড হতে বিমান বন্দর সড়ক এর দিকে ১ টা সিনজি স্ট্যান্ড আছে সেখানে চলে যাবেন আশাকরি সিনজি পেয়ে যাবেন। 

 

ট্রেন যোগে সিলেটঃ  

ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মঙ্গলবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল ৬টা ৩৫ মিনিটে আন্তঃনগর ট্রেন পারাবত এক্সপ্রেস যায় সিলেটের উদ্দেশ্য।  প্রতিদিন দুপুর ২ টায় ছাড়ে জয়ন্তিকা এক্সপ্রেস ,  শুক্রবার ছাড়া প্রতিদিন বিকাল ৪ টায় ছাড়ে কালনী এক্সপ্রেস।  এবং বুধবার ছাড়া সপ্তাহের প্রতিদিন রাত ০৯ঃ৫০ মিনিটে ছাড়ে উপবন এক্সপ্রেস। 

চট্টগ্রাম থেকে সোমবার ছাড়া প্রতিদিন সকাল ৮টায় সিলেটের উদ্দেশে যায় পাহাড়িকা এক্সপ্রেস। শনিবার ছাড়া প্রতিদিন রাত ৯টায় যায় উদয়ন এক্সপ্রেস। ভাড়া নেয় ৩১৫ টাকা থেকে ১২৮৮ টাকা।

 

ঢাকা থেকে সিলেট ট্রেনের টিকেট মূল্য:  

১১০০ টাকা(এসি বার্থ), ৭৩৬ টাকা(এসি সিট), ফার্স্ট ক্লাস বার্থ ৬৪০ টাকা, ফার্স্ট ক্লাস সিট ৪২৫ টাকা. স্নিগ্ধা ৬১০ টাকা, শোভন চেয়ার ৩২০ টাকা, শোভন ২৬৫ টাকা, সুলভ ১৬০ টাকা। ট্রেনে গেলে রাত ৯ঃ৫০ এর উপবন এক্সপ্রেসে জাওয়াটাই সবচেয়ে বেস্ট , কারণ ঘুমটা ট্রেনেই সেরে নিতে পারবেন। উপবন এক্সপ্রেস আপনাকে ভোর ৫ঃ৩০ মিনিটে সিলেট নামিয়ে দিবে।


বিমান যোগে সিলেটঃ  

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ার লাইন্স, ইউনাইটেড এয়ার, নভো এয়ার,রিজেন্ট এয়ার এবং ইউএস বাংলার  বিমান প্রতিদিন  সিলেটের ওসমানী বিমানবন্দরে যায় । টিকিটের মূল্য ৩,২০০ থেকে শুরু করে ৭,০০০ পর্যন্ত হয়ে থাকে বিভিন্ন ক্লাস ভেদে।

সিলেট থেকে রাতারগুল যাওয়ার উপায় সমুহঃ

১ ) রাতারগুল যাওয়ার বেশ কয়েকটি উপায় রয়েছে তার মধ্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে সারা দিনের জন্য সিনজি রিজার্ভ করা । আপনারা 1500 টাঁকার মধ্য সারা দিনের জন্য সিনজি রিজার্ভ পেয়ে যাবেন । প্রথমে আপনাকে সিনজি যোগে যেতে হবে রামনগর চৌমুহনি ঘাঁট । রামনগর চৌমুহনি ঘাঁটে অনেক নৌকা পাবেন, রাতারগুল সোয়াম্প ফরেষ্ট ঘুরে দেখার জন্য নৌকা ভাড়া নিবে ৭৫০ টাকা। আপনারা অগ্রিম নৌকা রিজার্ভ করে যেতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে যেতে পারেন “ মাঝি শিপদ মিয়া মোবাইলঃ ০১৭২৩৬৬১৯৮৭” ১ নৌকায় ৫-৬ জন বসা যায় ।

২) সিলেটের আম্বরখানা বাস স্ট্যান্ড থেকে সিএনজি নিয়ে সাহেব বাজার হয়ে মোটরঘাট যাবেন, সিএনজি ভাড়া নিবে ২০০ থেকে ৩০০ টাকা । এরপর মোটরঘাট থেকে সরাসরি ছোট নৌকা নিয়ে রাতারগুলের বনে চলে যাওয়া যায়, এতে ঘণ্টাপ্রতি প্রায় ৩০০ টাকা লাগবে। এই পথটিতে সময় এবং খরচ সবচেয়ে কম লাগে।

 ৩) সিলেট থেকে জাফলং যাওয়ার পথে তামাবিল রোডে সারীঘাট নামবেন , সিলেট থেকে সারি ঘাট পর্যন্ত লোকাল ভাড়া ৪০ থেকে ৫০ টাকা নিবে ।  সারি ঘাট থেকে সিএনজি যোগে যেতে হবে গোয়াইনঘাট। এরপর গোয়াইনঘাট থেকে রাতারগুল বিট অফিসে(বন বিভাগ) যাওয়ার জন্য ট্রলার ভাড়া করবেন, ভাড়া নিবে ১০০০ ১৫০০ টাকা (যাওয়া এবং আসা) সময় লাগবে প্রায়  ২ ঘণ্টা। রাতারগুল বিট অফিসে নেমে ছোট নৌকা নিয়ে বনে ঢুকতে হবে, এতে ঘণ্টাপ্রতি মাঝিকে দেয়া লাগবে প্রায় ৩০০ টাকা, ছোট নৌকায় ৫ থেকে ৬ জন বসতে পারবেন । 

৪) সিলেটের আম্বরখানা বাস স্ট্যান্ড থেকে থেকে সিএনজি নিয়ে সরাসরি গোয়াইনঘাট যাবেন , ভাড়া নিবে ৪০০-৫০০ টাকা। এরপর একইভাবে গোয়াইনঘাট থেকে রাতারগুল বিট অফিসে(বন বিভাগ) যাওয়ার জন্য ট্রলার ভাড়া করবেন, ভাড়া ১০০০ থেকে ১৫০০ টাকা (আসা-যাওয়া) সময় লাগবে প্রায় দুই ঘণ্টা। রাতারগুল বিট অফিসে নেমে ছোট নৌকা নিয়ে বনে ঢুকতে হবে, এতে ঘণ্টাপ্রতি মাঝিকে দেয়া লাগবে প্রায় ৩০০ টাকা।

 

রাতারগুলে কায়াকিং করার সুযোগঃ

ইদানিং রাতারগুলে চালু হয়েছে কায়াকিং , কায়াক বোট নিয়ে আপনি রাতারগুল বনের যেখানে সেখানে ঘুরতে পারবেন যেটা নৌকা নিয়ে আপনি পারবেন না। ১ টি  কায়াক বোট ভাড়া ঘন্টা প্রতি ৩০০ টাকা (১ বোটে  দুই জন বসতে পারবেন)

কায়াকিং গাইডের নাম্বার – ০১৭১৫৬৪৪৪১০(মামুন)

গাইড ফি প্রতি ঘন্টা ১৫০ টাকা । গাইড না নিয়ে বনে প্রবেশ করলে পথ হারিয়ে ফেলতে পারেন তাই গাইড নিয়ে যাওয়া ভালো

 

কোথায় থাকবেনঃ

সারাদিন বেড়ানো শেষে রাতে এসে থাকতে হবে সিলেটে। সিলেটে থাকার মত অনেকগুলো হোটেল আছে,সিলেটে আপনি আপনার প্রোয়োজন ও সামর্থ অনুযায়ী যে কোন ধরনের হোটেল পাবেন। কয়েকটি পরিচিত হোটেল হল হোটেল হিল টাউন, গুলশান, দরগা গেইট, সুরমা, কায়কোবাদ ইত্যাদি। তবে ঈদের সময় সিট সংকট থাকতে পারে তাই যাওয়ার ২/৩ দিন আগে এডভান্স বুকিং দিলে ভালো হয়৷ লালা বাজার এলাকায় কম ভাড়ায় অনেক মানসম্মত রেস্ট হাউস আছে৷

লালা বাজার এলাকায় কম ভাড়ায় অনেক হোটেল পাবেন। হোটেল অনুরাগ সিঙ্গেল রুম ৪০০ টাকা ২ জন থাকা যাবে ১ রুমে । ৩ বেডের রুম ৫০০ টাকা ৪ জন থাকা যাবে । এ ছাড়া দরগা রোডে অনেক হোটেল রয়েছে যেখানে রুম ভাড়া ৫০০ থেকে শুরু ।

সিলেট শহরে থাকার জন্য বেশ কিছু ভালো মানের হোটেল আছে। শহরের নাইওরপুল এলাকায় হোটেল ফরচুন গার্ডেন ০৮২১-৭১৫৫৯০। জেল সড়কে হোটেল ডালাস ০৮২১-৭২০৯৪৫। ভিআইপি সড়কে হোটেল হিলটাউন ০৮২১-৭১৮২৬৩। লিঙ্ক রোডে হোটেল গার্ডেন ইন ০৮২১-৮১৪৫০৭। আম্বরখানায় হোটেল পলাশ ০৮২১-৭১৮৩০৯। দরগা এলাকায় হোটেল দরগাগেইট ০৮২১-৭১৭০৬৬। হোটেল উর্মি ০৮২১-৭১৪৫৬৩। জিন্দাবাজারে হোটেল মুন লাইট ০৮২১-৭১৪৮৫০। তালতলায় গুলশান সেন্টার ০৮২১-৭১০০১৮, ইত্যাদি। এসব হোটেলে ৫শ’ থেকে ৪ হাজার টাকায় রাত যাপনের ব্যবস্থা আছে।

 সিলেট শহরে থাকার আবাসিক হোটেল: 

 ▶️ হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল (বন্দর, শিশুপার্কের কাছে): ০১৭৩১৫৩৩৭৩৩, +৮৮০৮২১২৮৩৩৪০৪ 

 ▶️ হোটেল নির্ভানা ইন (রামের দিঘির পাড়, মির্জা জাঙ্গাল, সিলেট): +৮৮০৮২১২৮৩০৫৭৬, ০১৭৩০০৮৩৭৯০, ০১৯১১৭২০২১৩, ০১৭১১৩৩৬৭৬১ 

▶️ হোটেল স্টার প্যাসিফিক (ইস্ট দরগাহ গেইট): ০১৭১৩৬৭৪০০৯, ০১৯৩৭৭৭৬৬৩৩, ০৮২১-২৮৩৩০৯১ 

 ▶️ হোটেল অনুরাগ (ধোপা দীঘি নর্থ): ৭১৫৭১৭, ৭১৪৪৮৯, ০১৭১২০৯৩০৩৯ 

 ▶️ হোটেল সুপ্রীম, জাফলং রোড, মিরাবাজার, সিলেট-৩১০০, মোবাইল: ০১৭১১১৯৭০১২, ফোন: ৮৮-০৮২১-৭২০৭৫১, ৮১৩১৬৯, ৮১৩১৭২, ৮১৩১৭৩, ৮১৩১৬৮ 

 ▶️ হোটেল সানফ্লাওয়ার (বন্দর, শিশুপার্কের কাছে): ফোন:৮৮-০৮২১-৭১৩৯১৪ 

 ▶️ হোটেল এশিয়া (বন্দরবাজার): ০১৯২২৫৯৫৮৪১, ০১৯২২৫৯৫৮৪০ 

 ▶️ সুরমা ভ্যালি গেস্ট হাউস (জেলা প্রশাসক/পুলিশ সুপারের কার্যালয়ের পাশে): ০১৭১৬০৯৫৮৩৬ 

 ▶️ হোটেল সিলেট ইন (মিরবক্সটুলা): ফোন: ৮৮-০৮২১-৮১১৯৪৫ 

 ▶️ হোটেল আল-আরব: হযরত শাহজালাল (র: ) মাজার শরীফ পূর্ব দরগাহ্ হেইট, সিলেট,ফোন: ০৮২১-৭২৪০৫৯, ০১৭২১৮১২৬৬২ 

 ▶️ হোটেল উর্মি: হযরত শাহজালাল (র: ) মাজার শরীফ পূর্ব দরগাহ্ হেইট, সিলেট, ফোন: ০৮২১-৭১৪৫৬৩, ০১৭৩৩১৫৩৮০৫ 

রিসোর্ট: 

 ▶️ নাজিমগড় রিসোর্ট : ফোন: ০১৯১৬২৭১৯৩৫, ০১৭২৯০৯৭৮৪৯ 

 ▶️ জাকারিয়া স্টেট: ফোন: ০১৭১৬৮১০১৪৪ 


সিলেট গেলে যেখানে খাবেনঃ 

প্রথমেই আপনাদের বলে নেই রামনগর চৌমুহনি ঘাঁটে কোন ভালো খাবারের হোটেল নেই তাই সবচেয়ে ভালো হয় সকালে যখন সিনজি রিজার্ভ করবেন তখন প্রথমে চলে যাবেন সিলেট জিন্দা বাজার সেখানে পানশী হোটেল অথবা ৫ ভাই রেস্টুরেন্টে সকালের নাস্তা সেরে নিবেন এবং দুপুরের খাবার পার্সেল নিয়ে নিবেন । পানশীতে অবশ্যই বিভিন্ন প্রকারের ভর্তা এবং কবুতরের মাংস খেতে ভুলবেন না। পাঁচ ভাই রেস্টুরেন্টে রুটি দিয়ে গরুর নিহারি এবং ভুনা চিকেন খিচুড়ি বেশ জনপ্রিয় ।  ভোজনবাড়ীতে বিভিন্ন প্রকার মাছ বিখ্যাত।


 

ট্র্যাভেল বাংলাদেশ টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে সঠিক তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের মেইল করুন chsaiful@gmail.com। আমরা ঠিক করে নিবো ।
দৃষ্টি আকর্ষণ : আমাদের পর্যটন স্পট গুলো আমাদের দেশের পরিচয় বহন করে এবং এইসব পর্যটন স্পট গুলো  আমাদের দেশের সম্পদ। এইসব স্থানের প্রাকৃতিক কিংবা সৌন্দর্য্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন। আর ভ্রমনে গেলে কোথাও ময়লা ফেলবেন না । দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া সহ অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ট্র্যাভেল বাংলাদেশে প্রকাশিত তথ্য বর্তমান সময়ের সাথে মিল নাও পেতে পারেন। তাই অনুগ্রহ করে আপনি ভ্রমণে যাওয়ার আগে বর্তমান ভাড়া ও খরচের ব্যাপারে খোঁজ খবর নিয়ে পরিকল্পনা সাজাবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে হোটেল, রিসোর্ট, যানবাহনের জন্য যোগাযোগের নাম্বার দেওয়া হয়। এসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে ভালো ভাবে যাচাই করার অনুরোধ করা হলো। কোন প্রকার আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ট্র্যাভেল বাংলাদেশ দায়ী থাকবে না।

#শীতকালীন_রাতারগুল #রাতারগুল_সোয়াম্প_ফরেষ্ট ##bisnakandi_বিছানাকান্দি

Vlog Tag: bisnakandi,রাতারগুল সোয়াম্প ফরেষ্ট,pangthumai,ratargul,bangladesh,sylhet,bangladesh travel,রাতারগুল,শীতকালীন রাতারগুল,রাতারগুল বিছানাকান্দি,ratargul er majhi,রাতারগুলের মাঝি,লক্ষণছড়া,লক্ষঞ্ছরা,swamp forest,forest,mangrove forest,sundarban,panthumai sylhet,পান্থুমাই,বিছানাকান্দি,bichanakandi,সিলেট,জাফলং ঝর্না,sangrampunji,tamabil,lalakhal,সারীঘাট,তামাবিল,জাফলং,লালাখাল,jaflong,jaflang,Lokkhon Chora



Post a Comment

0 Comments